অগ্নিকান্ডে মারা গেল পরিবারের একমাত্র সম্বল পাঁচটি গরু
প্রকাশ | ১১ জুন ২০২৪, ০০:০০
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে গোয়ালঘরে আগুন লেগে পরিবারের একমাত্র সম্বল সাতটি গরু পুড়ে গেছে। এর মধ্যে পাঁচটি গরু ঘটনাস্থলে মারা যায়। বাকি দু'টির মধ্যে একটির অবস্থা আশঙ্ক্ষাজনক। বাঁচবেনা বলে জানান উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা সুজন কানুনগো। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডস্থ হেলাল চৌধুরীপাড়া খলিলুর রহমান মুন্সির নতুন বাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিনে জানা গেছে, ওই বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. আব্দুল মালেক প্রকাশ মানিক,পুড়ে মারা যাওয়া গরুর দুধ বিক্রি করে সংসার চালাতেন। ঘটনার সময় গোয়ালঘরের একটা আওয়াজ শুনে চোর আসছে ভেবে কিরিচ নিয়ে ঘর থেকে বের হন। বের হয়েই দেখেন ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে গোয়ালঘরের টিন লাল হয়ে আছে। ঘরে প্রবেশের চেষ্টা করলেও তীব্র তাপের কারণে সম্ভব হয়নি। পরে তার চিৎকার শুনে এলাকবাসী এসে আগুন নেভাতে পারলেও ততক্ষণে আগুনে পুড়ে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে গরু।