ভেজাল খাদ্য উৎপাদনকারীসহ চার জেলায় গ্রেপ্তার ৬
প্রকাশ | ১১ জুন ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
ভেজাল খাদ্য উৎপাদনকারীসহ চার জেলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বরিশাল, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, ফেনীর দাগনভূঞা ও সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে এসব অপরাধীকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিদিদের পাঠানো খবরে বিস্তারিত-
বরিশাল অফিস জানায়, বরিশাল সিটি করপোরেশনের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাওহীদ (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা।
সংবাদ সম্মেলন করে তিনি বলেন, একটি জাতীয় দৈনিক পত্রিকার লোগো এবং বরিশাল সিটি করপোরেশনের পুরনো লোগো ব্যবহার করে ছয়টি পদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করেন তাওহীদ। এতে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার নামে একটি জাল সইও ব্যবহার হয়। ভুয়া এ নিয়োগ বিজ্ঞপ্তিটি গত মার্চ মাসে 'জব ইন বরিশাল' নামে ফেসবুক গ্রম্নপে করপোরেশনের ভুয়া আইডি ব্যবহার করে প্রচার করা হয়। আগ্রহী প্রার্থীদের একটি ই-মেইল ঠিকানায় সিভি পাঠাতে বলা হয়। বিষয়টি সিটি করপোরেশন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে প্রশাসনিক কর্মকর্তা আলমগীর হোসেন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেন। ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশকারীকে শনাক্ত করার পাশাপাশি তার অবস্থান নিশ্চিত হয়ে গত ৮ জুন পুলিশের একটি দল ময়মনসিংহ যায়। পরে দলটি ময়মনসিংহের বলাশপুর এলাকায় অভিযান চালিয়ে তাওহীদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার তাওহীদ ময়মনসিংহ জেলার ত্রিশালের ঈদগাহ খাগাটিপাড়া এলাকার নায়েব আলীর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাওহীদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি করা একটি বাছুর ও একটি সেচ পাম্প উদ্ধার করা হয়। গ্রেপ্তারে তাদের নামে ৭ থেকে ৮টি করে মাদক ও চুরি মামলার রয়েছে।
গ্রেপ্তাররা হলেন- ফরিদুল হক (২৫), রুবেল হোসেন (২৫) ও জুয়েল মিয়া (২০)। গ্রেপ্তার ফরিদুল জয়মনিরহাট ইউনিয়নের শিংঝাড় এলাকার আমজাদ দেওয়ানির ছেলে। জুয়েল একই ইউনিয়নের খাটামারী এলাকার নছর উদ্দিনের ছেলে ও রুবেল একই এলাকার সাজু মিয়ার ছেলে।
দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর দাগনভূঞা উপজেলায় ছয় মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের মামলায় আরিফ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরিফ উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের এনায়েত নগর এলাকার মজিবুল হকের ছেলে।
এর আগে গত ১০ মে রাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে লোক লজ্জার ভয়ে বিষয়টি কাউকে জানায়নি ভিকটিমের পরিবার। এরপর আত্মীয়স্বজনের পরামর্শে গত ১৪ মে দাগনভূঞা থানায় ধর্ষণ মামলা করা হয়।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার পাটকেলঘাটায় ২০ কেজি ভেজাল শুকনা মরিচের গুঁড়া, ৫ কেজি চাল ও ২০০ গ্রাম লাল রঙসহ হেলাল বিশ্বাস (৫৩) নামে এক ভেজাল খাদ্য উৎপাদনকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে তাকে পাটকেলঘাটা বাজারের গরুর হাট এলাকার একটি মিল থেকে গ্রেপ্তার করা হয়। হেলাল বিশ্বাস যুগিপুকুরিয়া এলাকার মৃত হিরাজতুলস্নাহের ছেলে।
পাটকেলঘাটা থানার ওসি বিপস্নব কুমার নাথ জানান, ভেজাল খাদ্য তৈরির জন্য এক ব্যক্তি পাটকেলঘাটা বাজারের একটি মিলে অবস্থান করছে এমন গোপন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।