আটঘরিয়ায় চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্যমাত্রা ৪২ হাজার টন

প্রকাশ | ১১ জুন ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
চলতি মৌসুমে আটঘরিয়া উপজেলায় পাঁচ হাজার ৯০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪২ হাজার টন ধান। কৃষকরা পাকা ধান ঘরে তোলার জন্য জোড়েসোড়ে মাঠে ধান কাটায় ব্যস্ত সমসয় পার করছেন। ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ ধান ঘরে তোলা সম্ভব হয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলন যেমন ভালো হয়েছে, তেমনি শুষ্ক আবহাওয়ায় ধান কেটে ঘরে তোলা এবং খড় শুকিয়ে লাভবান হচ্ছেন কৃষক। এ বছর ধানের আবাদ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আবাদ হয়েছে এবং ফলন বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান, এ বছর বোরো ধানের রোগবালাই তুলনামূলক কম হয়েছে। কৃষি কর্মকর্তা জানান, ঘূর্ণিঝড় রেমালের তেমন কোনো প্রভাব এই এলাকায় পড়েনি। তাই এলাকার কৃষক কিছুটা আগভাগেই ধান কাটা শুরু করেছেন। ইতোমধ্যে দুই-তৃতীয়াংশ ধান কৃষকের ঘরে উঠেছে এবং ধানের খড় শুকিয়ে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, ভালো বাজার দর না থাকায় ধান আবাদের খরচ তোলা কঠিন হয়ে পড়েছে। ফলে কৃষকরা ধান আবাদ থেকে অন্যান্য অর্থকরী ফসলের দিকে বেশি ঝুঁকছেন।