সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১১ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
কৃষি মেলা ম ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালীগঞ্জে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় এই মেলার আয়োজন করে। সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিবলী নোমানী। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মাহবুব আলম রনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুজ্জামান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ পারভীন, কালীগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শেখ মামুনুর রশিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা খাতুন। উঠান বৈঠক ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত 'তথ্য আপা' প্রকল্পের আওতায় চট্টগ্রামের সাতকানিয়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের হলরুমে উপজেলা তথ্য সেবা কর্মকর্তা (তথ্য আপা) মোছাম্মৎ তানিয়া খাতুনের সভাপতিত্বে ও তথ্য সেবা সহকারী জেসমিন সোলতানার সঞ্চালনায় উঠান বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, উপজেলা সহকারী প্রোগ্রামার আনোয়ার হোসাইন, শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি দাশ। কমিটি গঠন ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বৃহত্তর ফটিকছড়ি উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ফটিকছড়ি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি রায়হান মুনতাসির আসিফ ও মোহাম্মদ আরমান হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার সংগঠনের কার্যনির্বাহী পরিষদ (২০২৩-২৪) এর ২৩ জন সদস্যের সম্মতিতে সাবেক সভাপতি তৌহিদুল আলম ও সাধারণ সম্পাদক আনিকা ইবনাতের স্বাক্ষরিত ৩১ সদস্যবিশিষ্ট ২০২৪-২৫ সালের জন্য পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃক্ষমেলা ম বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের বাসাইলে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলা হলরুমে এ মেলা উপলক্ষে আলোচনা সভা শেষে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরুখ খান। এ সময় ছিলেন বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শাহজাহান আলী। পুলিশিং সভা ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ট্রেনে পাথর নিক্ষেপ, দুর্ঘটনা, মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে ময়মনসিংহের গৌরীপুর রেলওয়ে স্টেশনে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রেলওয়ে স্টেশন চত্বরে ময়মনসিংহ রেলওয়ে থানা পুলিশের উদ্যোগে এ জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম। গৌরীপুর রেলওয়ে স্টেশন মাস্টার সফিকুল ইসলামের সভাপতিত্বে ও আরএনবি ইনচার্জ মোরশেদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গৌরীপুর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুন অর রশিদ, সাংবাদিক মশিউর রহমান কাউসার। সভা অনুষ্ঠিত ম ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ বন্ধে যুব সংগঠন ও সিভিল সোসাইটি অর্গানাইজেশনের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ সভাকক্ষে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী ও ভূরুঙ্গামারী উপজেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মন্ডল। চেয়ারম্যানদের বরণ ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদী সদর উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. ওয়ালিউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জুমান বেগমকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরীন। সোমবার উপজেলা হলরুমে চেয়ারম্যানদের বরণ করে নেওয়া হয়। এ সময় ছিলেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা পরিষদের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। কর্মশালা অনুষ্ঠিত ম রাজশাহী অফিস রাজশাহীতে 'দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা' শীর্ষক প্রকল্পের কার্যক্রম উন্নয়ন এবং টেকসই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল। কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক  ডা. আসেম আলী, দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. আইয়ুব হোসাইন। প্রতিযোগিতা অনুষ্ঠিত ম পঞ্চগড় প্রতিনিধি বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমিতে শিল্পকলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি মিজানুর রহমান বাবলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়বুর রহমান, সহ-সভাপতি মিজানুর রহমান বাবলু, মির্জা সাবদারুল ইসলাম মুক্তা, যুগ্ম সম্পাদক আকতারুন নাহার সাকী, নূরনবী জিন্নাহ, সদস্য শহীদুল ইসলাম শহীদসহ শিল্পী, কলাকুশলী, বিচারক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা ম মাভাবিপ্রবি প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) তথ্য অধিকার আইন বিষয়ে 'সঠিক তথ্য প্রবাহে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং তথ্য অধিকার বিষয়ে প্রচার' শীর্ষক আলোচনা সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ফরহাদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম। সভাপতিত্ব করেন ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক এবং তথ্য অধিকার আইন ও সেবা কমিটি এপিএ'র আহ্বায়ক ড. এ কে ওবায়দুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপপরিচালক মো. সামছুল আলম। আলোচনা সভা ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর 'বাড়িতে কোনো প্রসব নয়' বিষয়কর্ যালি ও আলোচনা সভা সোমবার বেলা ১১টার সময় মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুধখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. ইকরাম হোসেন, কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের ডা. আবুদুলস্নাহ আকিব, ডা. মারুফা সুলতানা। অন্যান্যের মধ্যে ছিলেন পিএসকেএস সংযোগের প্রজেক্ট ম্যানেজার মৃদুল কুমার দে সরকার। মতবিনিময় সভা ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় সোমবার উপজেলার হল রুমে নবাগত ইউএনও আশরাফুল আলম রাসেলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ টি এম ফায়েজুর রাজ্জাক আকন্দর সঞ্চালনায় রাজনৈতিক ব্যক্তি, সুশীল সমাজ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্যরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার ভূমি অনিন্দিতা রানী ভৌমিক, উপজেলা প্রকৌশলী শুভ বসাক, কৃষিবিদ কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়। উপহার সামগ্রী বিতরণ ম লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার পক্ষ থেকে সোমবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৭০০ দরিদ্র ও শ্রমজীবী মানুষের মাধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় হুইপ মাশরাফীর পক্ষে অন্যান্যের মধ্যে ছিলেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, হুইপ মাশরাফীর ব্যক্তিগত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. মোস্তফা কামাল লিয়ন। প্রশিক্ষণ কর্মশালা ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি 'ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম' এর আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে পাঁচ দিনব্যাপী ডিজিটাল প্রযুক্তি 'প্রোগ্রাম অ্যান্ড নেটওয়ার্কিং' এবং 'জীবন ও জীবিকা' বিষয়ে দুটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের নিয়ে পেশাগত কোর্স বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার মানিকছড়ি রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয় ভেনু্যতে জীবন ও জীবিকা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মাস্টার ট্রেইনার মো. সাজেদুলস্নাহ ও মো. মাসুদ মিয়া এবং ডিজিটাল প্রযুক্তি প্রোগ্রাম অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন মো. আশরাফুলস্নাহ ও মো. কামাল হোসেন। এর আগে সকাল ৯টায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী। মৌলিক শিক্ষার উদ্বোধন ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি গাজীপুরের কাপাসিয়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নতুন কারিকুলাম ইসলাম ও নৈতিক শিক্ষার বিষয়ের ওপর দেয়াল পত্রিকা 'ইসলাম ও মৌলিক শিক্ষা'র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কাপাসিয়া সদর ইউনিয়নের পাবুর উচ্চবিদ্যালয়ের শ্রেণি কক্ষের দেয়ালে পত্রিকার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হেকিম। এ সময় ছিলেন দৈনিক যায়যায়দিন পত্রিকার কাপাসিয়া প্রতিনিধি মো. শাকিল হাসান, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রায়হান উদ্দিন, উম্মে কুলসুম, মো. জয়নাল আবেদীন, মাকসুদা বেগম, মাহমুদা আক্তার, সৌদা আক্তার লাকী। প্রশিক্ষণ কর্মশালা ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি কচুয়ায় ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার কচুয়া উপজেলা পরিষদের সভা কক্ষে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন রাসেল। থানা অফিসার ইনচার্জ মো. মহসিন হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি। কচুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হনুফা খাতুন, সমাজসেবা কর্মকর্তা শেখ হাসিবুর রহমান, এলজিইডি কর্মকর্তা মো. আনিসুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালা ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে কিশোরীদের নিয়ে স্বাস্থ্য, পুষ্টি, শিশু অধিকার ও ডিজিটাল পদ্ধতিতে কৃষি সমস্যার সমাধান নিয়ে স্মার্ট কিশোরী ক্লাবের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখে এক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সোমবার ইসলামপুর মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানার পরিচালনায় প্রশিক্ষণে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর জেসমিন প্রকল্পের এম অ্যান্ড ই ম্যানেজার মোফাখারুল ইসলাম হিরু, উন্নয়ন সংঘ জেসমিন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর বিজন কুমার দেব। বাজেট ঘোষণা ম নাটোর প্রতিনিধি নাটোরের বনপাড়া পৌরসভায় ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন ৩৮ কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ৩৭৬ টাকার বাজেট পেশ করেন। ঘোষিত বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৫ কোটি ৩১ লাখ ৮৪ হাজার ৫৯২ টাকা ও উন্নয়ন খাতে ৩৩ কোটি ২৭ লাখ ১৩ হাজার ৭৮৪ টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৪ লাখ ৮ হাজার টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩৩ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা। রাজস্ব খাতে উদ্বৃত্ত ধরা হয়েছে ৪৭ লাখ ৭৬ হাজার ৫৯২ টাকা ও উন্নয়ন খাতে ৩ লাখ ৩৮ হাজার ৭৮৪ টাকা। বাজেট সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র কেএম জাকির হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভূঁইয়া, নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, মোহিত কুমার, শরিফুন্নেসা শিরিন প্রমুখ। নতুন এসিল্যান্ড ম নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের নবাবগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মো. রেজাউল ইসলাম। রোববার নতুন কর্মস্থল নবাবগঞ্জে যোগদান করেন তিনি। বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন রেজাউল ইসলাম। বুধবার সকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী নতুন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলামকে বরণ করে নেন। শ্রেষ্ঠ ওসি ম শার্শা (যশোর) প্রতিনিধি যশোরের শার্শা থানার ওসি শেখ মো. মনিরুজ্জামান যশোর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। রোববার বিকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে? আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ মো. মনিরুজ্জামান শ্রেষ্ঠ ওসি ঘোষণা করেন জেলা পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। এ সময় ওসি শেখ মো. মনিরুজ্জামান সম্মাননা স্মারক ও সার্টিফিকেট দেন পুলিশ সুপার। প্রশিক্ষণ সমাপ্ত ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি তাহিরপুরে তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। বাংলাদেশ ফলিত পুষ্টিবিষয়ক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটন) সুনামগঞ্জের উদ্যোগে তাহিরপুর উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হলরুমে ৮ জুন এ প্রশিক্ষণ শুরু হয় এবং ১১ জুন সমাপ্ত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা, স্কুল-মাদ্রাসার শিক্ষক স্বাস্থ্যকর্মী, এনজিও কর্মীসহ ৩০ জন এ প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে পুষ্টিবিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন কৃষিবিদ শওকত উসমান মজুমদার অতিরিক্ত উপ-পরিচালক খামারবাড়ি সুনামগঞ্জ, ডা. মির্জা রিয়াদ হাসান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহিরপুর। সচেতনতায় সেমিনার ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি সামাজিক নিরাপত্তা কার্যক্রমে মোবাইল ব্যাংকিং ও উপকারভোগীদের সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রশিক্ষণ রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলার নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক নূর মোহাম্মদ। এ সময় ছিলেন নওগাঁ বিভাগীয় সমাজসেবা অফিসের পরিচালক সৈয়দ মোস্তাক, জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোহতাছিম বিলস্নাহ, নিয়ামতপুর সদর ইউপি চেয়ারম্যান বজলুর রহমান নঈম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাদিকুর রহমান প্রমুখ।