কিশোরগঞ্জের বাজিতপুরে ইউএনও শামীম হুসাইনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন আফজাল হোসেন এমপি -যাযাদি
কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আফজাল হোসেন বলেছেন, 'বাজিতপুর একটি হাওড় অধু্যষিত উপজেলা। আমি এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।' বুধবার কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইনের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, 'বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম হুসাইন এই উপজেলার অনেক পরিবর্তন করেছেন।'
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক কাজল। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আনোয়ার হোসেন আশরাফ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তাফিজুর রহমান মস্তু, বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া, চেম্বার অব কমার্সের সভাপতি সানোয়ার আলী শাহ্ সেলিম, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান প্রমুখ।