তিন জেলায় বজ্রপাতে ৩ জনের মৃতু্য

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ভোলায় ও কিশোরগঞ্জের বাজিতপুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃতু্য হয়েছে। এদিকে নোয়াখালীর সুবর্ণচরে বজ্রপাতে এক কৃষকের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার ভোলা জানান, ভোলায় নদীতে জাল টানার সময় বজ্রপাতে লোকমান হোসেন মাঝি (৪৫) নামে এক জেলের মৃতু্য হয়েছে। বুধবার সকালে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের তেতুলিয়া নদীতে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন বদরপুর ইউনিয়নের পশ্চিম চরটিটিয়া গ্রামের আব্দুল ওহাব বেপারীর ছেলে। স্থানীয় জেলেরা জানান, ভোরের দিকে লোকমান নদীতে মাছ শিকারের জন্য বাড়ি থেকে বের হন। পরে সকালের দিকে বদরপুর ইউনিয়নের তেতুলিয়া নদীতে জাল টানার সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। লালমোহন থানার ওসি এসএম মাহবুবউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের বাজিতপুরে নিত্তার বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃতু্য হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নিহত আব্দুল কাদের মিয়া (৫৫) উপজেলার হিলচিয়া ইউনিয়নের পশ্চিম বালিগাঁও গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে। বাজিতপুর থানার ওসি মুর্শেদ জামান বলেন, এ ব্যাপারে একটি অপমৃতু্য মামলা রুজু হয়েছে। সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে চরওয়াপদার ইউনিয়নে ভোরে ফসলের মাঠে নিজের গবাদি পশু দেখতে গিয়ে বজ্রপাতে মো. চৌধুরী মিয়া (৫০) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। বুধবার ভোর ৬টার সময় উপজেলার পূর্বচরজব্বর এলাকায় চরওয়াপদা ইউনিয়নের চরআমিনুল হক গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চৌধুরী মিয়া চরওয়াপদা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর আমিনুল হক গ্রামের মৃত লেদু মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, চৌধুরী মিয়া ফজরের নামাজের পর জমিতে তার গবাদিপশু দেখতে ফসলের মাঠে যাওয়ার পথে বজ্রপাতে শিকার হয়ে সেখানেই তার মৃতু্য হয়। পরে স্বজনরা খবর পেয়ে তার লাশ বাড়ি নিয়ে আসে। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তি সরকার ঘোষিত দুর্যোগের আওতায় আসবে। মৃত ব্যক্তির পরিবারকে মৃতদেহ সৎকারে সরকারি সহায়তা প্রদান করা হবে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলম ভূঁইয়া জানান, 'চৌধুরী মিয়া নামে চরওয়াপদার ইউনিয়নে বজ্রপাতে একজন মারা যাওয়ার তথ্য পেয়েছি।'