প্রকৃতি ও জীবন

প্রকাশ | ২০ জুন ২০২৪, ০০:০০

অনলাইন ডেস্ক
রঙ্গন ফুলে প্রজাপতি : 'প্রজাপতি প্রজাপতি, কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লাল নীল ঝিলিমিলি আঁকাবাঁকা। তুমি টুলটুলে বন-ফুলে মধু খাও, মোর বন্ধু হয়ে সেই মধু দাও, ওই পাখা দাও সোনালি-রুপালি পরাগ মাখা।' প্রজাপতি নিয়ে এরকম উচ্ছ্বাসময় ছন্দ-কবিতা এবং গীত বহু পুরনো। চোখ-জুড়ানো ছবির প্রজাপতিটির নাম 'চুন প্রজাপতি'। সাদা রঙের ডোরাকাটা কারুকাজ রয়েছে দুই ডানাজুড়ে। এটি সাধারণত বাগান, খোলা মাঠ, কৃষিজমি, নদী-নালার পাড়, চিরসবুজ ও আধা চিরসবুজ বনে দেখা যায়। এরা লেবু ফুল, রঙ্গন ফুল ও অন্যান্য ফুলে উড়ে উড়ে বসে এবং লম্বা শূড় দিয়ে রস পান করে। রঙ্গন ফুলে বসে মধুপানের দৃষ্টিনন্দন এই চিত্রটি মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স অভ্যন্তর থেকে তোলা। লেখা ও ছবি : এস আর এ হান্নান