বাগেরহাটে সড়কে ঝরল পিতা ও শিশুসন্তানের প্রাণ

চার জেলায় আরও ৫ মৃতু্য

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
বাগেরহাট-খুলনা মহাসড়কে মোটরসাইকেল আরোহী পিতা ও তার শিশুসন্তান নিহত হয়েছে। টাঙ্গাইল, কুষ্টিয়ার ভেড়ামারা, মুন্সীগঞ্জের সিরাজদিখান ও ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজনের মৃতু্য। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- বাগেরহাট ও ফকিরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের রাস্তায় শনিবার সকালে যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী পিতা ও তার শিশুসন্তান নিহত হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা শিশুটির মাতা মিনু বেগমকে (৩০) আহতাবস্থায় উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪০) ও তার ১৮ মাস বয়সের ছেলে ইছাম। খলিলুর রহমান পটুয়াখালী জেলা সদরের বুরিয়া এলাকার মৃত মুসলিম রহমানের ছেলে। স্টাফ রিপোর্টার টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে যাত্রীবাহী বাসের ধাক্কায় রুবেল মোলস্না (৩৬) নামে এক লেগুনা চালক নিহত হয়েছেন। তিনি মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের আম্রাইল গ্রামের আবুল মোলস্নার ছেলে। ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার ভেড়ামারার ভাঙ্গাপুলে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ১ জন নিহত হয়েছে। নিহত সাইকেল চালক আব্দুস সালামের বাড়ি ভেড়ামারা উপজেলার মাওলাহাবাসপুর গ্রামে। ভেড়ামারা থানার অফিসার ইনবার্জ জহুরুল ইসলাম জহির বলেন, শনিবার বেলা ১১টায় ভেড়ামারা-দৌলতপুর মহাসড়কে ভাঙ্গাপুল নামক স্থানে ড্রাম ট্রাক ও সাইকেলের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই সাইকেল চালক আব্দুস সালাম (৫০) নিহত হয়। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি ও সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা-দোহার সড়কের মুন্সীগঞ্জের সিরাজদিখানে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত থ্রি হুইলারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। শনিবার সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার মুন্সীগঞ্জ-নবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকার খারশুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার সাতভিটা গ্রামের শেখ গিয়াস উদ্দিনের ছেলে শেখ আব্দুর রহমান (৬৭) ও দোহার পৌরসভার ইসলামপুর খালপাড় এলাকার শেখ রাজ্জাকের ছেলে মো. শাহীন (২০)। নিহত শেখ আব্দুর রহমান নারিশা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ছিলেন। ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরে ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় রানা মাতুব্বর (১৮) নামে এক যুবকের মৃতু্য হয়েছে। সে ভাঙ্গা পৌরসভার ০২ নং ওয়ার্ডের বাইশাখালী মহলস্নার আজম মাতুব্বরের ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, একটি মোটর সাইকেলে তিন বন্ধু ভাঙ্গা ফেরার পথে শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-ভাঙ্গা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের ভাঙ্গা টোল পস্নাজার নিকট উত্তর পাশের সার্ভিস রোডে মোটর সাইকেল, ভ্যান ও ট্রলির ত্রিমুখী সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে স্থানীয় এলাকাবাসী তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসে। এদের মধ্যে রানা মাতুব্বরের অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে অবস্থার আরও অবনতি ঘটলে তাকে ফরিদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রাত একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। ভাঙ্গা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আইয়ুব আলী শেখ ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, আমার ওয়ার্ডের বাইশাখালী মহলস্নার আজম আলী মাতুব্বরের ছোট ছেলে রানা মাতুব্বর।