পঞ্চগড়ের বোদায় জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভূক্তভোগী পরিবার এবং স্থানীয়দের মানববন্ধন -যাযাদি
পঞ্চগড়ের বোদায় অন্যায়ভাবে জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এবং ভূমিদসু্য তোফায়েল আহম্মেদ ও বোদা থানার ওসি মোজাম্মেল হকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার ময়দানদিঘী বাজারে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের ব্যানারে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য আনসারুল ইসলাম, পারুল বেগম, শাপলা আক্তার, আর্ণিকা বেগম, শাহজাহান আলী প্রমুখ বক্তব্য রাখেন। পরে মানববন্ধন শেষে একই দাবিতে ময়দানদিঘী বাজারে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা পঞ্চগড়-ঢাকা মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে অর্ধশতাধিক যানবাহন আটকে পড়ে। পরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ ও বোদা হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে মামলার বিষয়ে তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।
তবে সব অভিযোগ অস্বীকার করে তোফায়েল আহম্মেদ বলেন, 'আমার কাছে কোর্টের আদেশ আছে। আমি সেই আদেশের বলে জমিতে গেছি। কোর্ট আমাকে জমি দখল করে দিয়েছে। আপনারা চাইলে সব কাগজপত্র দেখতে পারেন। আর আমি কোনো মিথ্যা মামলা করিনি। কাউকে হয়রানিও করা হচ্ছে না।'
এ ব্যাপারে বোদা থানার ওসি মোজাম্মেল হক সব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ঘটনায় সব কর্মকান্ড আইন অনুযায়ী করা হয়েছে।