কিশোর গ্যাংয়ের ৩ সদস্যসহ দুই উপজেলায় গ্রেপ্তার ৫

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের সাতকানিয়ায় ধারালো চাকুসহ কিশোর গ্যাংয়ের ৩ সদস্য এবং সন্দ্বীপে ছয় কেজি গাঁজাসহ আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে ধারালো চাকুসহ ৩ কিশোর গ্যাং সদস্যকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে উপজেলার ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন মাইনু ফুডসের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইসলামের ছেলে নাজমুল ইসলাম ইমন (২১), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আমিনের ছেলে আবীর মাহমুদ শাওন (২০) ও লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে সাঈদ হোসেন রানা (২০)। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে কিশোর গ্যাংয়ের একদল সদস্য সাতকানিয়া রাস্তার মাথা সংলগ্ন এলাকায় ছুরি, ছাকু ও খুরসহ ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছে। তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তলস্নাশি করে একটি চাকু জব্দ করা হয়েছে। সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জোরদার অভিযান চলমান থাকবে। সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, সন্দ্বীপ উপজেলার ১১ নং মুছাপুর ইউনিয়ন থেকে ছয় কেজি ৫শ' গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন- মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের লাল মিয়ার ছেলে মো. শামীম (৩৭) ও আবুল কাশেমের ছেলে সাইফুল ইসলাম (২৬)। গত শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ওই ওয়ার্ডের মহিদুল আলম মুন্সি বাড়ির পাশের বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও ২জন পালিয়ে যায়। সন্দ্বীপ থানা ওসি কবির হোসেন জানান, বিক্রির সময় ছয় কেজি গাঁজাসহ দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মামলা নং ০৭ আদালতে সোপর্দ করা হয়।