শ্রীনগর-শান্তিগঞ্জে দুই যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা

সাপের দংশন ও বিদু্যৎস্পৃষ্টসহ ভিন্ন ঘটনায় আরও ৩ অপমৃতু্য

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে ও সুনামগঞ্জের শান্তিগঞ্জে আরেক যুবককে কুপিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে। এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদায় সাপের দংশনে শিশু ও শেরপুরের নকলায় বিদু্যৎ স্পৃষ্টে নারীর মৃতু্য হয়েছে। এছাড়াও কক্সবাজারের উখিয়া সমুদ্রসৈকত থেকে এ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুমন শেখ (৩৫) নামক এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় ওই যুবককে উদ্ধার করতে এসে তার পরিবারের ৫ জন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলায় পূর্ব আটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুমন শেখ পূর্ব আটপাড়া গ্রামের রমিজ শেখের ছেলে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পূর্ব আটপাড়া গ্রামের রমিজ শেখের সঙ্গে প্রতিবেশী আলাউদ্দিন শেখের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন দুই পক্ষকে ডেকে জমি মাপার তারিখ দেন। এ সময় রমিজের ছেলে নিহত সুমন শেখ জমি মাপার তারিখ পরে জানাবে বলে সালিশ বৈঠক থেকে উঠে আসার সময় প্রতিপক্ষ আলাউদ্দিন ও তার ছেলে আরশাদ, লিটন, রাসেলসহ তাদের পক্ষের ৮-১০ জন মিলে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে সুমনকে গুরুতর আহত করেন। সুমনকে বাঁচাতে তার বাবা রমিজ শেখ (৬০), মা রওশন আরা বেগম (৫৫), ভাই রাজন (২৮) ও সুজন (২০) এগিয়ে আসলে হামলাকারীরা তাদেরকেও পিটিয়ে আহত করে। এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক সুমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। অবস্থা গুরুত্বর হলে ঢাকা মেডিকেল থেকে রাত ৯টায় সুমনকে একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ওইদিন রাত ১০টায় তার মৃতু্য হয়। এ বিষয়ে শ্রীনগর থানার ওসি আব্দুলস্নাহ আল তায়াবীর জানান, ওই রাতেই রাব্বি, সাইফুল ও স্বপন শেখ নামক ৩ জন আসামিকে গ্রেপ্তার করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরির আঘাতে নোমান মাহমুদ ওরফে রুমান মিয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে পাগলা-জগন্নাথপুর সড়কের সিচনী পয়েন্টে এই ঘটনা ঘটে। নিহত নোমান দরগাপাশা ইউনিয়নের সিচনী গ্রামের হুসমত আলীর ছেলে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আজিজুর রহমানের ছেলে জামিল আহমদ পায়েলও গুরুতর আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে বাড়ি যাওয়ার উদ্দেশে সিচনী পয়েন্টের ঘাট থেকে নৌকার বাঁধন খুলছিলেন নোমান। এ সময় দরগাপাশা ইউপি চেয়ারম্যান সুফি মিয়ার দুই ছেলে ফাহিম আহমদ ও নাঈম আহমদ পূর্ব বিরোধের জেরে ১০-১২ জন দলবদ্ধ হয়ে নোমান ও পায়েলের ওপর আক্রমণ চালায়। উপর্যুপরি ছুরির আঘাতে তাদের আহত করে। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে নোমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। শান্তিগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন বলেন, রোমান মিয়া (নোমান মাহমুদ) নামের এক যুবক নিহত হয়েছেন। সন্দেহভাজনদের ধরতে পুলিশের নজরদারি অব্যাহত আছে। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, দামুড়হুদা উপজেলার বড়বলদিয়ায় সাপের দংশনে আজিজুল নামের চার বছর বয়সিীএক শিশুর মৃতু্য হয়েছে। গত শুক্রবার দুপুরে উপজেলার পারকৃষ্ণপুর মদনা ইউনিয়নের বড়বলদিয়া (পশ্চিমপাড়া) গ্রামে শিশুটিকে সাপে দংশন করে। পরিবারের লোকজন দ্রম্নত গ্রামের কবিরাজ রবিউলের কাছে নিয়ে যায়। শিশুটিকে ইঁদুর কামড় দিয়েছে বলে কবিরাজ হাতের বাঁধন খুলে দেন। আর সঙ্গে সঙ্গে শিশুটির অবস্থা খারাপ হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃতু্য হয়। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় বিদু্যৎস্পৃষ্টে সাজেদা বেগম (৫৫) নামের এক মহিলার মৃতু্য হয়েছে। শনিবার উপজেলার উরফা ইউনিয়নের তারাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী। জানা যায়, বসতঘর থেকে নেওয়া বাথরুমে বিদু্যতের সংযোগ তার ছিঁড়ে বাথরুমের টিনের ছাউনির উপর পড়ে থাকে। সাজেদা সকালে টিনের ছাউনির টিন সরাতে গিয়ে বিদু্যতায়িত হন। তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি জানান, কক্সবাজারের উখিয়ার চেপটখালী সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের চেপটখালী ঘাটের পশ্চিমে সাগরতীর সংলগ্ন সমুদ্রসৈকত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা আবদুল মোনাফ জানান, 'চেপটখালী ঘাটের পশ্চিমে সাগরতীরে ঘোরাফেরার সময় দেখতে পাই বালির উপর অজ্ঞাতনামা একটি লাশ। তবে কোথা থেকে এ লাশ এসেছে তা জানি না। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে উখিয়া থানার ওসি শামীম হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্তারিত ময়নাতদন্তের পর জানা যাবে।