পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাটে পরিবহণ স্বল্পতা
কর্মস্থলে ফেরা যাত্রীদের চরম দুর্ভোগ দ্বিগুণ-তিনগুণ ভাড়া আদায়
প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
পাটুরিয়া ও আরিচা ফেরি ও লঞ্চঘাট এলাকায় শনিবার সকাল থেকে কর্মস্থল ঢাকায় ফেরা মানুষের ঢল নেমেছে। লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে পদ্মা-যমুনা নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে এসে পরিবহণ স্বল্পতার কারণে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষায় থেকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
শনিবার প্রায় যাত্রীদের ঈদের ছুটি শেষ হয়ে গেছে। আজ রোববার থেকে অনেকেই অফিস করতে হবে। এ কারণে কর্মস্থলে ফেরা যাত্রীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরে যাচ্ছেন। ঈদ উপলক্ষে তারা পরিবার-পরিজন নিয়ে গ্রামের বাড়িতে ছুটে গিয়েছিলেন। কর্মস্থল ঢাকায় যাওয়ার জন্য এখন লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করেই দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন।
শনিবার পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকা সরেজমিন ঘুরে দেখা যায়, দেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চলের কর্মজীবী হাজারো মানুষ পরিবার-পরিজন নিয়ে লঞ্চ ও ফেরিতে গাদাগাদি করে নদী পাড়ি দিয়ে পাটুরিয়া ও আরিচা ঘাটে আসছেন। ঘাটে পরিবহণ স্বল্পতার কারণে এক শ্রেণির দুর্নীতিবাজ বাস মালিক শ্রমিক কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছে স্বাভাবিক সময়ের চেয়ে তিন-চারগুণ ভাড়া বেশি নিচ্ছেন বলে অভিযোগ করছেন যাত্রীরা। স্বাভাবিক সময়ে সেলফি, নীলাচল, হিমাচল, যাত্রীসেবা বাসের ভাড়া পাটুরিয়া থেকে নবীনগর পর্যন্ত ১২০ টাকা। এখন নবীনগরের ভাড়া নেওয়া হচ্ছে জনপ্রতি ৩০০ টাকা। এভাবে প্রতিটি বাসে সাভারের ভাড়া সাড়ে ৩০০ টাকা ও গাবতলীর ভাড়া ৪০০ টাকা করে নেওয়া হচ্ছে। কর্মস্থলে ফেরা যাত্রীরা বলেন, ঘাটে পরিবহণ স্বল্পতার কারণে এক প্রকার জিম্মি করে ভাড়া নিচ্ছেন বাস শ্রমিক। যেন দেখার কেউ নেই। কেউ অতিরিক্ত ভাড়া নেওয়ার ব্যাপারে প্রতিবাদ করলে লাঞ্ছিত হতে হচ্ছে বাস শ্রমিকদের হাতে।
আরিচা ঘাটে বাসের জন্য অপেক্ষায় থাকা পাবনা কাজীর ঘাট এলাকার বিথি আক্তার, মর্জিনা আক্তার, আলেয়া বেগম, কাশেম শেখ, আফজাল হোসেন জানান, আরিচা ঘাটে দুপুর সাড়ে ১২টার দিকে আসেন। কিন্তু পরিবহণ স্বল্পতার কারণে বিকাল ৫টা পর্যন্ত ঘাটে অপেক্ষায় থেকেও বাসে উঠতে পারেননি তারা। এরকম শত শত যাত্রী আরিচা ও পাটুরিয়া ঘাটে বাসের জন্য অপেক্ষায় রয়েছেন।
শিবালয় বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আপেল মুন্সী জানান, একশ' টাকার বেশি জিপি নেওয়ার নিয়ম নেই। অতিরিক্ত জিপির টাকা নেওয়া হলে প্রশাসন ব্যবস্থা নেবে।
আরিচা অফিসের বিআইডবিস্নউটিসির ডিজিএম খালেদ নেওয়াজ জানান, শনিবার সকাল থেকে ঢাকায় ফেরা যাত্রীদের পাটুরিয়া ও আরিচা ঘাটে ঢল নেমেছে। এ নৌ-রুটে ১৫টি ফেরি দিয়ে যাত্রী, প্রাইভেটকার ও জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে।
শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার জানান, কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে নিষেধ করা হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি।