বাসাইলে বজ্রপাতে কৃষকের মৃতু্য

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের বাসাইলে বজ্রপাতে বুলবুল আহমেদ(৫০) নামে এক কৃষকের মৃতু্য হয়েছে। তিনি ওই গ্রামের ঈসমাইল হোসেনের ছেলে। শনিবার দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্না উত্তরপাড়া গ্রামে কৃষিজমিতে কাজ করতে গিয়ে তিনি বজ্রপাতে মারা যান। কাউলজানী ইউপি চেয়ারম্যান আতাউল গণি হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। ইউপি চেয়ারম্যান আতাউল গণি হাবিব জানান, কৃষক বুলবুল সকালে সুন্না উত্তরকোড় এলাকার জমিতে ধানক্ষেত পরিষ্কার করতে যান। এ সময় বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়। বুলবুল বাড়িতে ফেরার জন্য রাস্তায় ওঠার আগেই বজ্রাঘাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।