পাইকগাছায় নোনাপানি কেন্দ্রের কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, লোনাপানি কেন্দ্রের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার লোনাপানি কেন্দ্র অডিটোরিয়ামে কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য রশিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. গোলাম সারোয়ার, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, খুলনা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক বিশ্বজিত বৈরাগী, বৈজ্ঞানিক কর্মকর্তা সাইফুল ইসলাম, এসডি আবু নাসের, মুজিবর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তা মাসুদুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বৈজ্ঞানিক কর্মকর্তা শরিফুল ইসলাম, শাহিন আহম্মেদ, খুলনা পলস্নী বিদু্যৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান, কাউন্সিলর তৈয়েবুর রহমান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, শিক্ষক পঞ্চানন মন্ডল, প্রদর্শক জাহাঙ্গীর আলম।
গবেষণা প্রস্তাবনা উপস্থাপন করেন নোনাপানি কেন্দ্রের কেন্দ্র প্রধান ড. লতিফুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা গোলাম মোস্তফা, ড. শেখ তারিক আহম্মেদ, হাশেমী সাকিব, আবু নাসের, মাসুদুর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।