বর্তমান সরকার গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে :স্বাস্থ্য সচিব

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, 'বর্তমান সরকার গ্রামাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী মায়েদের নিরাপদ ডেলিভারি, প্রসূতি মা-নবজাতক শিশুদের স্বাস্থ্য পরিচর্যাসহ বিশাল জনগোষ্ঠীকে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে।' উপজেলার কক্সবাজারের উখিয়ায় কোট বাজার কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নার্গিস খানম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ডা. আহমেদুল কবির, চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. ইফতেখার আহমেদ, কক্সবাজার সিভিল সার্জন ডা. আসিফ আহমেদ হাওলাদার, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন সরকারি কমিশনার (ভূমি) সালেহ আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন প্রমুখ। এছাড়াও কোট বাজার ক্লিনিকের ডাক্তার, আইওএম, ডবিস্নউএইচও, ইউনিসেফ, ইউএনএফপিও এর প্রতিনিধি, মিডওয়াইফ ও নার্সসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।