'বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান'। রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগময় এই গান মানুষের হৃদয়কে নাড়া দেয়, উচ্ছ্বসিত ও উজ্জীবিত করে। ঋতু পরিক্রমায় গ্রীষ্মের দীর্ঘ দাবদাহের পর এলো বর্ষা। বর্ষা মানেই আকাশজুড়ে মেঘের ঘনঘটা। বর্ষা মানেই সময়ে-অসময়ে বৃষ্টি-বাদল। বর্ষা মানেই নাগরিক জীবনে স্বস্তি-শান্তি। জনজীবনে স্বস্তির পরশ নিয়েই আসে বর্ষা। বর্ষার প্রকৃতি ও পরিবেশ উপভোগ্য হয়ে ওঠে মানব জীবনে।
মধুমাস খ্যাত জ্যৈষ্ঠ পেরিয়ে আজ আষাঢ়ের প্রথম দিন। বর্ষাকাল শুরু। বসন্তকে ঋতুরাজ বলা হলেও নান্দনিক সৌন্ধর্য নিয়ে আসে বর্ষাকাল। বর্ষায় চারিপাশ মুখরিত থাকে। গাছে গাছে শোভা পায় কেয়া, কদম, বকুল, কামিনী, দোলনচাঁপা, বেলি, মাধবীলতা, অলকানন্দ প্রভৃতি নানা রঙের বাহারি ফুল। প্রকৃতিতে বর্ষা আসে অন্যরকম সজীবতা নিয়ে। এরই মধ্যে গাছে গাছে ফুটেছে বর্ষার স্মারক কদম ফুল। কদম ফুলের সঙ্গে বর্ষার একটা মেলবন্ধ রয়েছে। বর্ষাবিহীন বাংলাদেশ কল্পনাও করা যায় না। বর্ষা ঋতু তার স্বকীয় বৈশিষ্ট্যের কারণে অনন্য-স্বতন্ত্র ও অন্যতম।