শৈশব মানেই দুরন্তপনা, ছুটোছুটি, উলস্নাস আর উচ্ছ্বাস। সময়ের সঙ্গে সঙ্গে শৈশব পেরোয়। নতুন প্রজন্ম শৈশবে দলবেঁধে মেতে ওঠে আড্ডা, আনন্দ, খেলাধুলা ও দুরন্তপনায়। প্রচন্ড গরমে একদল শিশু নদীতে নেমে অবাধ ও বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতেছে। শৈশবের উলস্নসিত দুরন্তপনার এই ছবিটি মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের মধুমতি নদীর এলাংখালী ঘাট এলাকা থেকে তুলেছেন আমাদের প্রতিনিধি এস আর এ হান্নান।