খেলার মাঠের গোলপোস্ট ও রোপণকৃত সুপারি গাছ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা
প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের সুদূর ডাংগা দ্বি-ুখী দাখিল মাদ্রাসার খেলার মাঠের গোলপোস্ট ও সদ্য রোপণকৃত সুপারির গাছ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে একদল দুর্বৃত্ত পূর্ব শত্রম্নতার জের ধরে মাদ্রাসার খেলার মাঠে ঢুকে পরিকল্পিতভাবে গোলপোস্ট ও শতাধিক সুপারির গাছ তুলে নিয়ে যায়।
জানা গেছে, সুদূর ডাংগা দ্বিমুখী দাখিল মাদ্রাসাটি ৩ একর ৫৭ শতক জামির উপরে ১৯৪২ সালে স্থাপিত। বর্তমান ছাত্র/ছাত্রীর সংখ্যা ৪২৫ জন। শিক্ষক/কর্মচারী ২১ জন। শিক্ষার মান সন্তোষজনক। কিন্তু একদল দুর্বৃত্ত পূর্ব শত্রম্নতার জের ধরে পরিকল্পিতভাবে এই প্রতিষ্ঠানটির জমি দখলসহ বিভিন্ন ক্ষতি সাধনের প্রচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শাহ মো. আব্দুল আলীম সাজু জানিয়েছেন।
সুদূর ডাংগা দ্বিমুখী মাদ্রাসার সুপার মো. শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিতভাবে জানানো হয়েছে।