আনোয়ারায় বন্যহাতির তান্ডব বসতবাড়ি ভাঙচুর
প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় বন্যহাতি লোকালয়ে ঢুকে তান্ডব চালিয়ে বসতঘর ভাঙচুর এবং ঘরের মালামাল নষ্ট করেছে। শুক্রবার রাতে উপজেলার বৈরাগ ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ক্বারি আইয়ুব জানান, বন্যহাতির দল মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে আবদুস শুক্কুরের ঘরে রাখা পাঁচ বস্তা ধান খেয়ে বসতঘর ভেঙে ও গাছপালা নষ্ট করে।
এদিকে রাত হলেই হাতির ভয়ে লোকজন উদ্বিগ্ন থাকে। হাতির পাল বার বার লোকালয়ে প্রবেশ করে আক্রমণ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিরোধের কোনো উদ্যোগ চোখে পড়ছে না। হাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত বাড়ি ও মালামালের টাকা দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্ব শেষ করছে।
বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, বেশ কিছুদিন ধরে এলাকার লোকজনের ঘুম নেই। প্রতি রাতে মানুষের বসতবাড়িতে হানা দিচ্ছে হাতির পাল। লোকজনের কষ্টের শেষ নেই।
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, 'আনোয়ারায় হাতির আক্রমণের ঘটনাগুলো বেশ কিছু সময় ধরে চলছে। আমাদের পক্ষ থেকে চেষ্টা চলছে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে। এছাড়াও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।'