সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ২৩ জুন ২০২৪, ০০:০০

প্রতিনিধি
ত্রাণ বিতরণ \হস্টাফ রিপোর্টার, মৌলভীবাজার মৌলভীবাজারের রাজনগর উপজেলার কুশিয়ারা নদী পাড়ের বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার উপজেলার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০০ পরিবারের মধ্যে চাল, ডাল, সোয়াবিন তেল, পেঁয়াজ, আলু ও মুড়ি বিতরণ করা হয়। উপজেলা আমির আবুল রাইয়ান শাহীনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিছবাহুল হাসানের পরিচালনায় ত্রাণসামগ্রী বিতরণ আগে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা ও সিলেট আঞ্চলিক টিম সদস্য মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও মৌলভীবাজার জেলা আমির প্রকৌশলী এম শাহেদ আলী ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলী। ফুটবল টুর্নামেন্ট \হআটঘরিয়া (পাবনা) প্রতিনিধি মাদককে না বলি এই স্স্নোগানকে সামনে রেখে আটঘরিয়ায় সাড়া জাগানো চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা বৃহস্পতিবার আটঘরিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলা উদ্বোধন করেন আটঘরিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম রতন। এ সময় পৌর মেয়রসহ আটঘরিয়া থানার নবাগত ওসি আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিদুল ইসলাম এবং অন্যান্য নেতা উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। অবহিতকরণ সভা ম মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটের মোলস্নাহাটে শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। একসঙ্গে উন্নয়ন দলের বার্ষিক অর্জন, শিখন ও বাধা অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ব্যাপ্টিস্ট এইড- বিবিসিএফের মোলস্নাহাট শিশু, যুব ও সমাজ উন্নয়ন প্রকল্পের আয়োজনে শুক্রবার উপজেলার চাউলটুরী মাঠে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শোভন সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি সদস্য মো. আয়ুব আলী মোলস্না প্রমুখ। সভা অনুষ্ঠিত ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখা উপজেলার বিআরডিবির আয়োজনে, পলস্নী উন্নয়ন ও সমবায় বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন বাংলাদেশ পলস্নী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) আওতায় হরিশপুর সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি সিভিডিপি তৃতীয় পর্যায় শীর্ষক কর্মসূচির মাসিক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক। আরও বক্তব্য রাখেন সহকারী প্রকল্প পরিচালক ও ইউআরডিও দেবাশীষ কুমার দাশ, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরল ইসলাম। সভায় ৬০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি বাগেরহাটে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়ধীন আইসিটির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রচলন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার জেলা শিক্ষা অফিসের আয়োজনে যদুনাথ স্কুল অ্যান্ড কলেজে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে জেলার চিতলমারী, মোলস্নাহাট, ফকিরহাট, মোরেলগঞ্জ, মোংলা, কচুয়া ও সদর উপজেলাসহ মোট ৭ উপজেলার নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২০ শিক্ষক অংশগ্রহণ করেন। হাডুডু টর্নামেন্ট ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের মধুখালীতে শুক্রবার বিকালে পশ্চিম গোন্দারদিয়া গ্রামে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় নিখরিয়া একাদশ ধোপাগাতি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলায় প্রধান অতিথি মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান রাতে বিজয়ী দলের হাতে প্রথম পুরস্কার ফ্রিজ তুলে দেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান বাবু, পৌর আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মির্জা ইমরুল কায়েস, অ্যাডভোকেট শরীফা ঠাকুর লিটাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। শুদ্ধাচার পুরস্কার ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি শুদ্ধাচার পুরস্কার পেলেন নওগাঁর পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কর্মরত সহকারী প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন। বৃহস্পতিবার নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ শুদ্ধাচার পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর। নওগাঁ জেলা প্রশাসক মো. গোলাম মওলার সভাপতিত্বে সোনার বাংলা গড়ার প্রত্যয় : জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৩-২৪ এই পুরুস্কার প্রদান করা হয়। এ সময় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেদুল হাসানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা। নতুন ওসির যোগদান ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি অবশেষে প্রত্যাহার হলেন আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাদিউল ইসলাম এবং তার স্থলে ১৫ জুন মো. আমিনুল ইসলাম নতুন অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। উলেস্নখ্য, গত উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিযোগী দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গোলযোগ ও মামলাকে কেন্দ্র করে বিশেষ প্রার্থীর পক্ষে পক্ষপাতিত্বের অভিযোগে অভিযোগ তুলে উপজেলা আওয়ামী লীগে ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত ৯ জুন ওসি মো. হাদিউল ইসলামকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপরই ওসির এই পরিবর্তন। আর্থিক সহায়তা ম তালতলী (বরগুনা) প্রতিনিধি বরগুনার তালতলীতে বিভিন্ন সময় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, অসহায় ও দুস্থ ১৫টি পরিবারের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে এই সহায়তা তুলে দেন। এ সময় তার সঙ্গে ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মাসুম ও তালতলী প্রেস ক্লাব সভাপতি মো. খাইরুল ইসলাম আকাশ। সংবর্ধনা অনুষ্ঠিত ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ভূঞাপুর প্রতিভা যুব ও ছাত্রসংগঠনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা অডিটোরিয়ামে অধ্যাপক আলহাজ আনোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার, থানা অফিসার ইনচার্জ মো. আহসান উলস্নাহ, ভাইস চেয়ারম্যান সাদিয়া আফরিন লোপা ও মনিরুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন- অধ্যাপক মির্জা মহিউদ্দীন আহমেদ, যায়যায়দিন প্রতিনিধি অধ্যাপক আখতার হোসেন খান ও অধ্যাপক সামছুল আলম সবুজ। প্রশিক্ষণ অনুষ্ঠিত ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরা শালিখা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য রাখেন- ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, মাগুরা জেলা সমবায় অফিসার মো. ফরিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. নূরোল ইসলাম, কোর্চ পরিচালক ও মাগুরা জেলা সমবায় কার্যালয়ের সরেজমিন তদন্তকারী কর্মকর্তা মো. হাসিবুর রহমান ও সহকারী কোর্চ পরিচালক ও সহকারী পরিদর্শক মো. ইসমাইল হোসেন। প্রশিক্ষণে পাঁচটি সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন। ক্রেস্ট প্রদান ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি পত্নীতলায় নজিপুর পৌর এলাকার এসএসসি- ২০২৪ সালের জিপিএ- ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শনিবার আল-আমিন ফিজিক্স কেয়ার এবং একেএস ইংলিশ কর্নারের আয়োজনে নজিপুর সরকারি ডিগ্রি কলেজ হলরুমে নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- নজিপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমান। বক্তব্য রাখেন- আল আমিন ফিজিক্স কেয়ার এবং একেএস ইংলিশ কর্নারের স্বত্বাধিকারী আল আমিন ও আরিফ উল করিম সিয়াম। শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মাধবদীতে সামাজিক সংগঠন বিদ্যাবাড়ির আয়োজনে এলাকার যেসব শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে অধ্যয়ন করছেন, তাদেরই এই সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার মাধবদীর স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোলস্না। আলোচক ছিলেন- নান্দনিক বিল্ডার্স লি. এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আবুল হাশেম, নরসিংদী ইন্ডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিদ্যাবাড়ির প্রতিষ্ঠাতা সভাপতি বেলাল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- মাধবদী প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আবুল হাসনাত মাসুম, মাধবদী ডিজিটাল কলেজের অধ্যক্ষ মো. শেখ সাদী ও মাধবদী পৌরসভার কাউন্সিলর মো. রাজিব। দাতব্য চিকিৎসালয় চালু ম আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি পাবনার আটঘরিয়ায় প্রতি শুক্রবার প্রায় ৩০০ রোগীকে ফ্রি চিকিৎসাসেবা দিচ্ছে আটঘরিয়ার ইয়াদগার মাও. কবির উদ্দিন (রহ.) দাতব্য চিকিৎসালয়। দেবোত্তর খিদিরপুর সড়কের হুজুরের মোর নামক স্থানে এই সেবায় নিয়োজিত আছেন ফুরফুরা শরিফের অনুসারি মাও. কবির উদ্দিনের বড় সাহেবজাদা ডা. মো. আখতারুজ্জামান বাদশা। শুক্রবার এই চিকিৎসাকেন্দ্রে অনেক রোগীর মধ্যে বয়ড়া গ্রামের আসমা খাতুন, কুমারগাড়ী গ্রামের বেলাল হোসেন জানান, এখান থেকে ফ্রি চিকিৎসা ও ওষুধে তারা সুস্থ হয়েছেন এবং অনেকেই উপকৃত হচ্ছেন। জানা গেছে, প্রতি শুক্রবার রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে।