চাঁদপুরে ১৫টি বাল্বহেডসহ ২৩ শ্রমিক আটক
প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০
চাঁদপুর প্রতিনিধি
পবিত্র ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে চাঁদপুরের পদ্মা মেঘনায় চলছে বাল্কহেড চলাচলে ১০ দিনের নিষেধাজ্ঞা। আর নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে বাল্কহেড চালানোর দায়ে ২৩ শ্রমিকসহ ১৫টি বাল্বহেড জব্দ করেছে নৌ পুলিশ। চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মো. মুনিরুজ্জামান।
তিনি জানান, ঈদুল আজহায় যাত্রীবাহী লঞ্চ চলাচল নির্বিঘ্ন করতে গত ১৩ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বাল্বহেড চলাচলে নিষেধাজ্ঞা দেয় বিআইডবিস্নউটিএ। আর নিষেধাজ্ঞা বাস্তবায়নে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। অভিযানে ২৩ শ্রমিকসহ ১৫টি বাল্বহেড জব্দ করেছে নৌ পুলিশ। আটকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।