সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০
প্রতিনিধি
ফুটবল টুনার্মেন্ট
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের ফুটবল চ্যাম্পিয়নশিপের (ভিএফসি) উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন- প্রধান অতিথি জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর্জা মঈনুল ইসলাম লিন্টু, টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ভিএফসি'র উপদেষ্টা ও মডেল তারকা মীর নাসিমুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন- কলেজের অধ্যক্ষ আনন্দ মোহন দে।
কর্মশালা অনুষ্ঠিত
\হআটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় ৪০ বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সুপারদের স্মার্ট অ্যাডুকেশন সিস্টেম-বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্ট সেন্টারে প্রধান প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা সহকারী প্রোগ্রামার মো. নাঈম রেজা এবং প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জিলস্নুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া।
ঈদ পুনর্মিলনী
ম পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম সমিতি দাম্মাম পূর্বাঞ্চল প্রদেশের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দাম্মাম শহরের সিকোস্থ 'রাইয়ান হলে' সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও আব্দুল কুদ্দুসের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- সংগঠনটির সাধারন সম্পাদক ডা. আহমেদ সাঈদ। প্রধান বক্তা ছিলেন- উপদেষ্টা গিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সাংগঠনিক সম্পাদক তারেক জামান। বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ স্কুলের পরিচালক উপদেষ্টা ইলিয়াস, উপদেষ্টা তাহের আলম, সোলায়মান, মহররম আলী, কোষাধ্যক্ষ ইসমাইল শাহ।
গোলটেবিল বৈঠক
ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
'আমার গ্রাম আমার দায়িত্ব, শিশুর জীবন হোক বাল্যবিয়ে মুক্ত' এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের কাহারোলে বাল্যবিয়ে রোধে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ও শিশু ফোরামের আয়োজনে এবং কাহারোল এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় রোববার ওয়ার্ল্ড ভিশন কার্যালয় সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার লাবনী (লাকী) বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ওয়ার্ল্ড ভিশন প্রোগ্রাম অফিসার বাপ্পী জোয়াদ্দার, প্রোগ্রাম অফিসার মিঠু বিশ্বাস, প্রোগ্রাম অফিসার ফিলিপ বিশ্বাস, শিশু ফোরামের সদস্য সাকিবুল হাসান, কাহারোল প্রেস ক্লাবের সভাপতি মো. সাইফুল ইসলাম, সাংবাদিক সুকুমার রায় প্রমুখ।
সচেতনতামূলক সভা
ম দশমিনা (পটু্য়াখালী) প্রতিনিধি
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও মোবাইল ফোনের অপব্যবহার প্রতিরোধে পটুয়াখালীর দশমিনায় সচেতনতামূল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তর চরহোসনাবাদের সোবাহান খলিফারহাটে যুবসমাজের ব্যানারে ওই সভার আয়োজন করা হয়। স্থানীয় মো. মমিন দেওয়ানের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মো. সোলাইমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ওসি নূরুল ইসলাম মজুমদার ও মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি কাজী আনোয়ার হোসেন প্রমুখ।
সংবর্ধনা প্রদান
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুলকে শনিবার রাতে সাথী ফুড পার্ক অ্যান্ড রিসোর্টে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮১-১৯৮২ এসএসসি ব্যাচের উদ্যোগে সংবর্ধনা প্রদান করেন। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি করেন- ভেড়ামারা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৯৮১-১৯৮২ এসএসসি ব্যাচের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আফজালুর রহমান পান্না। বক্তব্য রাখেন- ভেড়ামারা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, পৌরসভার প্যানেল মেয়র নাইমূল হক, আশরাফুল ইসলাম কচি ও বশির উদ্দিন বাচ্চু।
অন্তর্ভুক্তিকরণ সভা
ম বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জের নাগরিক পস্ন্যাটফর্ম ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে যুবদের হুইসেল বেস্নায়ার হিসেবে অন্তর্ভুক্তিকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সুইজারল্যান্ডের সহায়তায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আবু সামা মিঞার (ঠান্ডু) সভাপতিত্বে বক্তব্য রাখেন- বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক কমলকান্ত হাসদা, ডেমক্রেসি ওয়াচ জেলা সমন্বয়কারী কামরুজ্জামান, ফিল্ড অফিসার নাফিসা সাদাফ, সমাজকর্মী মো. মশিউর রহমান ও সাংবাদিক মো. আব্দুর রাজ্জাক।
সভা অনুষ্ঠিত
ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক শাহেদ পারভেজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ পিপিএম সেবা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. মামুন খন্দকার, সিভিল সার্জন ডা. মো. সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শামীমা ইয়াসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম, প্যানেল মেয়র-১ এস এম মহসীন আলম।
বাছুুর বিতরণ
ম ঝিনাইদহ প্রতিনিধি
গাভী পালনের মাধ্যমে নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে অসহায়-দুস্থ নারীদের মধ্যে বিনামূল্যে গরুর বাছুর বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের বাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এডাব ঝিনাইদহ জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. জিলস্নুর রহমান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন কৃষক বন্ধু সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক আবু সাঈদ সিকদার, হরিশংকরপুর ইউনিয়নের নারী ইউপি সদস্য সালমা খাতুন, জাগোর নির্বাহী পরিচালক সাজ্জাদুল শরীফ ও নির্বাহী সদস্য সাইফুল ইসলাম।
সমন্বয় সভা
ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আব্দুলস্নাহ আল মাসুদ, এসএপিপিও বিলস্নাল হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এস এম আ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মলিস্নক, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন
ম সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর করে কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার পৌর মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াত হোসেন সজল, বাংলাদেশ আওয়ামী লীগের সারিয়াকান্দি শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, বগুড়া জেলা পরিষদ সদস্য রশিদ ফারাজী, এ সময় উপস্থিত ছিলেন। পৌরসভার কাউন্সিলর সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
মাসিক সভা
ম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে এটাই ছিল প্রথম মাসিক সভা। রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানগণকে ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান। নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান, ভাইস চেয়ারম্যান হাফিজুল হক চৌধুরী আইয়ুব, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন শিখা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুমন কুমার বসাক।
মাঠ দিবস
ম সাঘাটা ( গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারী-৬) তিলের মাঠ দিবস পালিত হয়েছে। শনিবার সাঘাটা পাইলট উচ্চবিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গাইবান্ধা জেলার সরেজমিন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আব্দুলস্নাহ আল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড, দেবাশীষ সরকার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরেজমিন গবেষণা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাজহারুল আনোয়ার, বগুড়া মসলা গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জুলফিকার হায়দার প্রধান।
ঈদ উপহার
ম ধামরাই (ঢাকা) প্রতিনিধি
ঢাকার ধামরাই পৌরসভার প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ চার হাজার ৬২১ পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পৌরসভা এলাকার ধামরাই বালিকা বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় এমপি ও স্বরাষ্ট মন্ত্রণালয়ের সংসদদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ। পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কবিরের সভাপতিত্বে ছিলেন পৌরসভার সব কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।