বন্ধ কারখানা খুলে দেওয়াসহ ৮ দাবি শ্রমিকদের

প্রকাশ | ২৪ জুন ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
রোববার রাজধানীর প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত বিক্ষোভ মিছিলে শ্রমিকরা -ফোকাস বাংলা
ঢাকার আশুলিয়ায় দেওয়ান ইদ্রিস রোডে জিরাবোতে অবস্থিত আনজির অ্যাপারেলস লিমিটেড খুলে দেওয়াসহ আট দাবি জানিয়েছেন শ্রমিকরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত বিক্ষোভ সমাবেশে ভুক্তভোগী শ্রমিকরা এসব দাবি জানান। সমাবেশে বক্তারা বলেন, আনজির অ্যাপারেলস লিমিটেড (ইউনিট-২ ও ৩) কারখানা কর্তৃপক্ষ তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করে নামমাত্র বোনাস দিয়ে গত ১২ জুন ছুটি ঘোষণা করে। ঈদের ছুটি শেষে শ্রমিকরা ২২ জুন কারখানায় কাজে যোগ দিতে গিয়ে দেখেন, কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ ঝুলছে গেটে। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করে শ্রম আইনের তোয়াক্কা না করে কারখানা বন্ধ করে দেয়। তারা বলেন, কারখানা বন্ধের পর সেখানে কর্মরত প্রায় ৫০০ শ্রমিক বেতন-ভাতা না পাওয়ায় চরম দুর্ভোগের মুখোমুখি হয়েছেন। শ্রমিকরা ঘরভাড়া দিতে পারছেন না, দোকানের বাকি টাকাও পরিশোধ করতে পারছেন না। তারা বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। শ্রমিকদের অন্যান্য দাবি হলো- তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা; হাজিরা বোনাস দেওয়া; আইন অনুযায়ী ছুটি ভোগের সুযোগ দেওয়া; কোনো শ্রমিক ছাঁটাই করলে শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ করা; বাৎসরিক ছুটির টাকা দেওয়া; মাতৃত্বকালীন ছুটির টাকা দেওয়া এবং শ্রমিকদের বহিরাগত মাস্তান দিয়ে ভয়ভীতি না দেখানো। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা সুরাইয়াজেসমিন রুমা, মনিরা মুন্নি ক্যামেলিয়া হাসান শশি প্রমুখ।প্রস ক্লাবের সামনে সমাবেশ শেষে তারা কারখানা বন্ধের প্রতিবাদে শ্রম মন্ত্রণালয় স্মারকলিপি পেশ করেন।