খুলনায় পুনাকের উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সভা

প্রকাশ | ২৬ জুন ২০২৪, ০০:০০

খুলনা অফিস
খুলনায় পুলিশ নারী কল্যাণ সমিতি আয়োজিত 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা' শীর্ষক সেমিনার -যাযাদি
খুলনায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা' শীর্ষক আলোচনা সভা ও উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং দলিত শ্রেণির লোকদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পুনাক নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক মুক্তি এবং জনসেবায় দৃঢ় অঙ্গীকারে গড়া একটি সম্পূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠালগ্ন থেকে পুলিশ পরিবারের সদস্যদের সমন্বিত প্রয়াসের মাধ্যমে নানা সামাজিক সচেতনতা ও উন্নয়নমূলক কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় পুনাক, খুলনা রেঞ্জের উপদেষ্টা রওশন জাহান নূপুরের সভাপতিত্বে মঙ্গলবার বেলা ১১টায় খুলনা মহানগরীর একটি অভিজাত রেস্তরাঁয় 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিশোর-কিশোরীরা' শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন- পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। প্রধান বক্তা ছিলেন- সরকারি ব্রজলাল কলেজের (বিএল) প্রিন্সিপাল অধ্যাপক ড. শরীফ আতিকুজ্জামান। উপস্থিত ছিলেন- খুলনা মেডিকেল কলেজের মানসিক রোগ বিশেষজ্ঞ ডা. সোহেল হাসান, খুলনার প্রবেশন অফিসার আবুল হাসনাত লিখন, জেলা লিগ্যাল এইড অফিসার শরিফুর রহমান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান, খুলনার প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম, দৈনিক যায়যায়দিনের বু্যরোপ্রধান আতিয়ার রহমান (শান্ত), রূপান্তর (এনজিও) এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ প্রমুখ। আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, পুনাক খুলনা রেঞ্জ শিশু-কিশোর ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি এবং বিপথগামী শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনার জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সমাজের সব সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান, যেন তারা স্নেহ, ভালোবাসা দিয়ে এসব শিশু-কিশোরদের পাশে দাঁড়ান। এরপর পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী উদয়ন খুলনা জিলা পুলিশ স্কুলের নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করেন। এ সময় তিনি স্কুলে বিভিন্ন আসবাবপত্র এবং বই উপহার দেন। এরপর তিনি স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক বই প্রদান করেন।