বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর শেষে টাঙ্গাইল জেলা নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের হাতে স্বাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন এলজিইডির প্রধান প্রকৌশলী আলি আখতার হোসেন -যাযাদি
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে ২০২৪-২০২৫ অর্থ বছরের 'বার্ষিক কর্মসম্পাদন চুক্তি' সাক্ষরিত হয়েছে। গত বুধবার রাজধানীর আগারগাও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে ওই চুক্তি সম্পাদন হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেনের সঙ্গে চুক্তি সাক্ষর অনুষ্ঠনে এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বিভিন্ন প্রকল্পের পরিচালক এবং জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরে এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলি আখতার হোসেন টাঙ্গাইল জেলার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামের হাতে সাক্ষরিত চুক্তিপত্র হস্তান্তর করেন।