'বিশ্বে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ'

প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশকে একটি সচ্ছল, শান্তিময়, সংঘাতহীন, মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে কবুল করার জন্য আলস্নাহ সুবহানাহু তা'আলার কাছে ফরিয়াদ জানিয়েছেন হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী (মাঃ)। শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি মাইজভান্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের কেন্দ্রীয় মিলাদ কিয়াম শেষে এ মুনাজাত করেন তিনি। তিনি বিশ্বের সকল মজলুমের মুক্তি ও শান্তি কামনা করেন। তিনি বলেন, 'হুজুর গাউসুল আজম মাইজভান্ডারীর (কঃ) ত্বরীকার আদর্শ, শিক্ষা দর্শন, শান, আজমত এবং বিশ্বজনীন-সার্বজনীন যে ইসলাম, সনাতন যে ইসলাম, মৌলিক যে ইসলাম, যে ইসলাম বিশ্বের কল্যাণের জন্য এসেছে, বিশ্বের শান্তি স্থাপনের জন্য এসেছে, ন্যায়বিচার স্থাপনের জন্য এসেছে, বিশ্বের প্রতিটি মানব সন্তানের অধিকার নিশ্চিত করার জন্য এসেছে সেই শিক্ষা আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি।' তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টাকে কবুল করার জন্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্য আলস্নাহর দরবারে ফরিয়াদ জানান।