খিলক্ষেতে ধর্ষণের মামলায় গ্রেপ্তার ৭ আসামি কারাগারে
প্রকাশ | ০১ জুলাই ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
রাজধানীর খিলক্ষেত এলাকায় স্বামীর সঙ্গে ঘুরতে যাওয়া নারীকে ধর্ষণের মামলায় সাত আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত রোববার এ আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) উত্তম কুমার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো সাত আসামি হলেন- আবুল কাশেম ওরফে সুমন (৩৭), পার্থ বিশ্বাস (২০), নূর মোহাম্মদ (২০), হাসিবুল হাসান (১৯), রবিন হোসেন (২৮), মীর আজিজুল ইসলাম (২৩) ও মেহেদী হাসান (২২)।
পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, খিলক্ষেতে দলবদ্ধ ধর্ষণে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাত আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে খিলক্ষেত থানা-পুলিশ। পরে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
ঢাকা মহানগর পুলিশের ক্যান্টনমেন্ট জোনের সহকারী কমিশনার (এসি) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, 'ওই নারী গত শুক্রবার সন্ধ্যায় তার স্বামীর সঙ্গে ঘুরতে বের হন। তারা খিলক্ষেত থানা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বনরূপা এলাকায় গেলে সেখানে আবুল কাশেম ওরফে সুমনের নেতৃত্বে সাতজনের দল তাদের অপহরণ করে। ভুক্তভোগী নারী ও তার স্বামীকে বনরূপা এলাকার ঝোপঝাড়ের ভেতরে নিয়ে যান দুর্বৃত্তরা। পরে স্বামীর কাছে ৭০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন তারা। মুক্তিপণের টাকা আনার জন্য ছেড়ে দিলে তিনি বেরিয়ে এসে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন।'