বামনায় নারী স্বেচ্ছাসেবকদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৪ জুলাই ২০২৪, ০০:০০

বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনায় চাকরি পূনর্বহালের দাবিতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের নারী স্বেচ্ছাসেবকদের মানববন্ধন -যাযাদি
বরগুনার বামনা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বেতনভুক্ত ৩৩ জন নারী স্বেচ্ছাসেবকের চাকরির মেয়াদ শেষ গত ৩০ জুন। ফলে বেকার দিন যাপন করছেন ওই নারীরা। চাকরি পুনর্বহালের দাবিতে তারা মানববন্ধন করেছেন। বুধবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চত্বরে পরিবার পরিকল্পনা অফিসের সামনে প্রায় ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়েছে। এর আগে, গত ২৩ জুন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত একটি চিঠিতে ওই ৩৩ জন নারী কর্মীকে চাকরি বাতিলের বিষয়টি জানানো হয়েছে। মানববন্ধনে রুমানা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মাঠকর্মী হাফিজা আক্তার, তানিয়া বেগম ও হাফিজা আক্তার। তারা বলেন, 'আমাদের সরকারি কিংবা বেসরকারি সব চাকরির বয়স শেষ। আমাদের এভাবে চাকরিচু্যত করায় এখন আমরা অসহায় হয়ে পরেছি। পুনরায় এই চাকরি না হলে আমাদের অনাহারে অর্থাহারে দিন কাটাতে হবে।'