ফতুলস্নায় আ'লীগ নেতা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ হত্যার বিচার দাবিতে পরিবারসহ এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে নিহতের পরিবারসহ এলাকাবাসী। এ সময় তারা বিক্ষোভ মিছিল বের করে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করেন। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এলাকার সর্বস্তরের জনগণের ব্যানারে বৃষ্টি ভিজে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। পরে কয়েক হাজার নারী পুরুষ দুই কিলোমিটার রাস্তা হেঁটে সন্ত্রাসী হীরা, সালুর ফাঁসির দাবির স্স্নোগান দিয়ে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে স্থানীয় আওয়ামী লীগ নেতা ফাতুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এমএ সাত্তার, আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা শহীদ, স্থানীয় মসজিদ কমিটির সভাপতি কামাল আহম্মেদ, কাশিপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার শামীম আহম্মেদ, এসএম মোক্তার, হাজী মতিউর রহমান, নিহত সুরুজ মিয়ার ছেলে যুবলীগ নেতা মুন্না আহম্মেদ, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির প্রমুখ।