মাদককারবারিসহ চার জেলায় গ্রেপ্তার ৬
মাদারীপুরের্ যাবের অভিযানে ৪ ডাকাত আটক সৈয়দপুরে পর্নোগ্রাফি আইনে দুইজন গ্রেপ্তার
প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছের্ যাব-৮। এদিকে নীলফামারীর সৈয়দপুরে পর্নোগ্রাফি আইনে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদককারবারিসহ চার জেলায় আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বরিশাল অফিস জানিয়েছে, ডাকাতি কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও মাইক্রোবাসসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছের্ যাব-৮। মঙ্গলবার বরিশাল-মাদারীপুর মহাসড়কের রাজৈর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবারর্ যাব-৮-এর বরিশাল সদর দপ্তরে অনুষ্ঠিত এক প্রেসবিজ্ঞপ্তিতে অধিনায়ক লে. কর্নেল জুবায়ের আলম এ তথ্য দেন।
তিনি জানান, ডাকাতরা বরিশাল-মাদারীপুর মহাসড়কের রাজৈরে একটি হাইওয়ে রেস্তোরাঁয় যাত্রাবিরতি করে লুটকৃত মালামাল নিজেদের মধ্যে ভাগাভাগি করছিল। এমন সংবাদের ভিত্তিতে জানতে পেরের্ যাব ৮ অভিযান চালিয়ে ডাকাত দলের দলনেতা মেহেদ হাসানসহ (৪০) চারজনকে আটক করা হয়। আটক অন্যান্য ডাকাত সদস্যরা হলো, সাইফুল ইসলাম (২৮), ওমর ফারুক (৩৬) ও রেজাউল হক কিরন (৪০)। এ সময় ঘটনার সঙ্গে জড়িত বাকি তিনজন পালিয়ে যায়।
র্
যাব ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস, একটি প্রাইভেটকার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ২টি খেলনা পিস্তল উদ্ধার করে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে পর্নোগ্রাফি আইনে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার শহরের গোলাহাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকার খুরশিদ আলম সিফাত (১৭) ও তার সহযোগী ইসলামবাগ বড় মসজিদ পুরাতন ঈদগাহ এলাকার সাকিবকে (১৬) গ্রেপ্তার করে থানা পুলিশ আদালতে প্রেরণ করেছে।
সৈয়দপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম রাসেল পারভেজ জানান, প্রেমিকা স্কুলছাত্রীকে ডেকে এনে মিথ্যে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ, নগ্নছবি ও ভিডিওধারণের ঘটনায় ভুক্তভোগীর মা মামলা দায়ের করেন। এ মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা জানান, নেত্রকোনায় ৩শ' পিস ইয়াবাসহ পারভেজ মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা শহরের বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এদিকে, বুধবার রাতে নেত্রকোনা সদর উপজেলার চলিস্নশা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামে ৪১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলো উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের আল আমিন (৩০) ও চন্দ্রপতিখলা গ্রামের রাসেল মিয়া (২২)।
মডেল থানার ওসি আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এস আই আশরাফের নেতৃত্বে একটি টিম তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করে।
কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি জানান, মাদারীপুরের ডাসারে মানবপাচারের অভিযাগে মিলন মাতুব্বর (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। বুধবার রাতে জেলার রাজৈর উপজেলার বদরপাশা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মিলন ওই শাজা মাতুব্বরের ছেলে।
ডাসার থানায় ওসি এসএম শফিকুল ইসলাম জানান, মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলায় মিলন মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কোর্টের মাধ্যমে জেলহাজে পাঠানো হবে।
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় ৫ পুড়িয়া হিরোইন ও ৩ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে উপজেলার সদরের সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির কক্ষ হতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসলাম হুলু (৪২) উপজেলার সরদারহাট গ্রামের মৃত সমেত উলস্নাহর ছেলে।
ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায় বলেন, মাদকমুক্ত ডিমলা গড়তে থানা পুলিশের বিশেষ ভূমিকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে মারামারি মামলার তালিকাভুক্ত আসামি আওলাদ হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে মনোহরদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
থানার এস আই রাসেল জানান, 'ঘটনার বিষয়ে বাদী নারায়ণগঞ্জ আদালতে একটি অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে মামলাটি রেকর্ড করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।