শার্শায় অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদন্ড

মাদারীপুরে তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ | ০৫ জুলাই ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
মাদারীপুর তিন ডিম ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার। এদিকে যশোরের শার্শার অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ইউপি সদস্যকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুর তিন ডিম ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পুরান বাজার এলাকার তিনটি পাইকারি ডিম ব্যবসায়ীকে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকারের মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, সিন্ডিকেট করে ডিমের দাম বৃদ্ধি করা ও অতিরিক্ত দামে পাইকারি ডিম বিক্রি করার অপরাধে আলাদাভাবে জাহাঙ্গীর কাজী ৫ হাজার, শাহজালাল ট্রেডার্সকে ৫ হাজার ও শাওন এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়েছে। শার্শা (যশোর) প্রতিনিধি জানান, যশোরের শার্শার আমলাই গ্রামে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সাইফুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সাইফুল ইসলাম উপজেলার গোগা ইউনিয়ন পরিষদের মেম্বার। বুধবার বিকালে শার্শা এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত ইয়াসমিন এ জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্টেট নুসরাত ইয়াসমিন জানান, উপজেলার গোগা ইউনিয়নের আমলাই গ্রামের উত্তর মাঠে মাছের ঘের থেকে মেম্বর সাইফুল ইসলাম ও তার সহযোগীরা ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল। এই বালু উত্তোলনের ফলে আশপাশের ফসলি জমিগুলো হুমকির মুখে পড়ছে। পরে সেখানে অভিযান পরিচালনা করে ইউপি সদস্য সাইফুল ইসলামের কাছ থেকে ৬০ হাজার জরিমানা আদায় করা হয়।