রাউজান প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজান প্রেস ক্লাবের পুরানো কমিটি ভেঙ্গে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার প্রেস ক্লাবের স্থায়ী কার্যালয়ে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধানিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। নবগঠিত কমিটিতে দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মীর আসলামকে আহ্বায়ক ও আমাদের সময় প্রতিনিধি হাবিবুর রহমানকে সদস্য সচিব করা হয়। এছাড়াও যুগ্ম আহ্বায়ক প্রথম আলোর এসএম ইউসুফ উদ্দিন, সদস্য এম বেলাল উদ্দিন, প্রদীপ শীল, নেজাম উদ্দিন রানা, গাজী জয়নাল আবেদীন, এম জাহাঙ্গীর নেওয়াজ, শাহেদুর রহমান মোরশেদ ও এম রমজান আলী। সভায় উপস্থিত ছিলেন বিগত কমিটির সহ-সভাপতি মুহাম্মদ জিয়াউর রহমান, সাংবাদিক এম কামাল উদ্দিন, আমীর হামজা, আরফাত হোসাইন, লোকমান আনছারী, আনিসুর রহমান, আবিদ মাহমুদ, সাজ্জাদ হোসাইন, রয়েল দত্ত, সোহেল রানা প্রমুখ।