গ্রাফিতি ও দেয়াল লিখনে শিক্ষার্থীরা

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
কুমিলস্নার চৌদ্দগ্রামে দেয়ালে চিত্রাঙ্কন করছে শিক্ষার্থীরা -যাযাদি
গ্রাফিতি, দেয়াল লিখন ক্যালিগ্রাফি, পেইন্টিং করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ ও আত্মহুতির চিত্র স্মরণীয় রাখতেই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছে গ্র্রাফিতি। দেয়ালগুলোতে বিজয় উলস্নাসের নানা ধরনের চিত্র আঁকতে দেখা যায়। আঞ্চলিক স্টাফ রিপোর্টারও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, দেশের অন্যান্য স্থানের মতো নীলফামারীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে উদ্দীপনামূলক স্স্নোগান সম্মিলিত গ্রাফিতি এঁকেছে শিক্ষার্থীরা। 'রক্ত দিয়ে কেনা আমার স্বাধীনতা', 'বল বীর চির উন্নত মম শির', বিকল্প কে আমি তুমি আমরা,' শোকের মাস, বিজয়ের মাস, আগস্ট এমন নানান উক্তি শোভা পাচ্ছে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে। গত সোমবার থেকে এ কার্যক্রম তাদের চলছে। নীলফামারী সরকারি বালক ও বালিকা উচ্চবিদ্যালয়, রাবেয়া বালিকা বিদ্যানিকেতন, ছমির উদ্দিন উচ্চবিদ্যালয়, নীলফামারী সরকারি কলেজ ও কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়ালসহ বিভিন্ন স্থানে একযোগে কাজ শুরু করে। সামান্তা সরকার ও অনিকা কাশফিয়া শিক্ষার্থী বলেন, শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দেয়ালে বিভিন্ন সংগঠনের পোস্টারে দেয়াল-লিখনী ও বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিল। এসব পোস্টার ও ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে। এছাড়াও শিক্ষার্থী মাশরাফি রহমান আপন, বোহাইরা তানজিম সিলভিয়া, ফাতেমা তুজ জোহরা রত্ন, রামিশা আনজুম, রিয়াদ জামান রিজ, তাহরিম আহমেদ লাম, ফারদিন আহমেদ, মুনেম শাহরিয়ার, লিশান সরকার, আদ্রিতা রহমান সৃষ্টি ও মাইন কাব্যকে দেখা গেছে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দেয়ালে পেন্টিং করতে। গাইবান্ধা প্রতিনিধি জানান, গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ের দেয়ালগুলোতে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা আঁকছে গ্রাফিতি। পরবর্তী প্রজন্মের কাছে সমাজের চাওয়া কি হতে পারে তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই ছিল শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য। শিক্ষাথী সাজিদ বলেন, 'অপরিচ্ছন্ন দেয়াল ঘষে মেজে রঙ তুলিতে রাঙিয়ে তুলেছি।' আরেক শিক্ষার্থী অহনা আক্তার বলে, 'দেয়ালে আঁকা ছবিতে মসজিদ, মন্দির আছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বহিঃপ্রকাশ করেছি মাত্র।' অধ্যাপক মাসুদার রহমান বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয় গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসার দাবিদার। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ছাত্র-ছাত্রীদের নিপুণ হাতের তুলির ছোঁয়ায় প্রাণ ফিরে পাচ্ছে ইট-সিমেন্টের দেয়ালগুলো। তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, দেয়াল লিখন ও অঙ্কনের কাজ করে পরিবেশ উজ্জ্বল এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করছে। স্থানীয় ইবরাহীম খাঁ সরকারি কলেজ, বিএনসিসি, আনোয়ার হোসেন তালুকদারের নেতৃত্বে রোভার স্কাউট, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যা, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজ, শহীদ জিয়া মহিলা ডিগ্রি কলেজসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দৃষ্টিনন্দন দেয়াল লিখন ও চিত্র আঁকায় অংশ নেয়। বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর বদলগাছীতে উচ্চ বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যায়ের ছাত্রছাত্রীরা রংতুলির কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এই দলের নেতৃত্বে আছেন বদলগাছী মাস্টার পাড়ার শিক্ষক রেজানু রহমানের মেয়ে রোবাইয়া জান্নাত। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্রী। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে দেয়ালে গ্রাফিতি এঁকে চলেছে স্বেচ্ছাসেবীরা। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও জনসচেতনতামূলক প্রচারণ চালাচ্ছে তারা। মঙ্গল ও বুধবার দুইদিন ধরে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের, মুন্সিরহাট উচ্চ বিদ্যালয়, ভূমি অফিস, বালিকা বিদ্যালয় ও কলেজ এরিয়া জুড়ে স্বেচ্ছাসেবীদের একটি সংগঠন এসব গ্রাফিতি আঁকছেন ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন ইমাম হোসেন, মো. আনাস, জাহিদ হাসান পাপ্পু, রাকিব, রাশেদুল, সাকিব, মিল্টন, ইমন, মাইন উদ্দিন, সিফাত, লিলি কর, দীপা মজুমদারসহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম হোসেন বলেন, 'শুধু বাকস্বাধীনতা নয়, দেশ সংস্কারের জন্যও কাজ করব আমরা।' স্বেচ্ছাসেবী মিজান ভূঁইয়া বলেন, 'সবার জন্য বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে ছাত্রসমাজ।' নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি জানান, রংতুলির ছোঁয়ায় ২৪ সালকে ইতিহাসের পাতায় স্মরণীয় করে নিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র-ছাত্রীরা। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলাকে নতুন রূপে রাঙিয়ে তুলেছে তারা। পেশাদার শিল্পী না হয়েও শিল্পের সুষমায় প্রাণের উচ্ছ্বাস ঘটিয়েছে। দেয়ালে দেয়ালে বিভিন্ন চিত্র ও লেখনি দিয়ে করেছে প্রতিবাদ। বুধবার বিকেলে দেখা যায়- নেছারাবাদ থানা সংলগ্ন প্রতিটি দেয়াল, স্বরূপকাঠি পাইলট মাধ্যমিক মডেল বিদ্যালয়, স্বরূপকাঠি গার্লস স্কুল, সরকারি স্বরূপকাঠি কলেজ চত্বরে, শিক্ষার্থীরা রংতুলিতে ফুটিয়ে তুলেছে সংস্কারের নির্দেশনা, স্বাধীনতার জয়গান, তারুণ্যের উন্মাদনা, ভালোবাসার উচ্ছ্বাস ও মানুষ এবং মানবতার জয়গান। শিক্ষার্থীদের এই সৃজনশীল কাজে উৎসাহ জোগাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ বিষয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রনেতা নিয়াজ মাহমুদ জানান, ইতিহাসের সাক্ষী হিসেবে ২৪ সালকে চিরস্মরণীয় করে রাখার জন্য এই শিল্পকর্ম।