সাঁথিয়ায় মেয়রসহ ১১ চেয়ারম্যান পলাতক
প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
শেখ হাসিনা সরকারের পতনের পর পাবনার সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান, ২ জন ভাইস-চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ইউনিয়নের চেয়ারম্যানসহ ১১ জন পলাতক রয়েছেন।
এতে করে উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের সেবাপ্রার্থীরা ভোগান্তিতে পড়েছেন। নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন তারা।
পলাতক ১১ জন হলেন- উপজেলা চেয়ারম্যান সোহেল রানা খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল হক স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা খাতুন, সাঁথিয়া পৌরসভার মেয়র মাহবুবুল আলম বাচ্চু, ধুলাউড়ি ইউপি চেয়ারম্যান জরিপ আহমেদ, ভূলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল করিম মাসুদ, ধোপাদহ ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বাবুল, কাশিনাথপুর ইউপি চেয়ারম্যান মীর মনজুর এলাহী, নন্দনপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন, ক্ষেতুপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আলম পিনছু ও আর-আতাইকুলা ইউপি চেয়ারম্যান মিরাজুল ইসলাম বিশ্বাস।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, 'আমরা শুনেছি যে, তারা এলাকাতেই আছে, কিন্তু অফিসে এখনো যোগদান করেনি।