বানারীপাড়ায় খেয়াঘাট দখলের অভিযোগ
প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
বরিশাল অফিস
বরিশালের বানারীপাড়ায় এক ব্যক্তির ইজারা নেয়া খেয়াঘাট দখলের অভিযোগ পাওয়া গেছে। খেয়াঘাট পরিচালনা ফিরে পেতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ও বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ইজারাদার।
ঘটনার শিকার ইজারাদার আরিফুল হক মাসুম জানান, সন্ধ্যা নদীর উপর বানারীপাড়া পৌরসভা ও বাইশারী ইউনিয়নের যাত্রী পারাপারের জন্য খেয়াঘাট গত ১ বৈশাখ বরিশাল জেলা পরিষদ থেকে ৯৮ লাখ টাকায় এক বছরের জন্য ইজারা নেন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে বিকেলেই সাবেক ইউপি মেম্বার সবুর হোসেন খানের নেতৃত্বে দখল করে নেওয়া হয় ঘাটটি। বর্তমানে বিএনপি নেতা ঘাট দখল করে যাত্রীভাড়া নিয়ে যাচ্ছেন। এ নিয়ে সবুরের সঙ্গে যোগাযোগ করলে উল্টো তাদের বাড়িঘরে হামলা-ভাংচুর ও পুড়িয়ে দেওয়ার হুমকি দেয় বলে জানান ইজারাদার মাসুম।
এ বিষয়ে সবুর হোসেন খান বলেন, 'আমি দখল করিনি। আম জনতা দখল করেছে। তবে ইজারাদারের ইজারার টাকা আমরা পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।'
এদিকে বরিশাল জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাত জানান, 'আমি অভিযোগ পেয়েছি। পুলিশ সদস্যরা কর্মবিরতিতে থাকায় কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। তারা দায়িত্বে ফেরায় দ্রম্নত ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন জানান, 'আমিও এরকম তথ্য পেয়েছি। বিষয়টি সমাধান করার জন্য বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদককে বলা হয়েছে। সমাধান না হলে অভিযুক্তর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।'