দুই জেলার সড়কে ২ জনের মৃতু্য

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এদিকে ভোলার বোরহানউদ্দিনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ঘাটাইলে (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইলে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে আনোয়ার হোসেন (৩৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৫টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার গুণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার দুলভিটি গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে। তিনি ভাঙ্গারির ব্যবসা করতেন। প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে ওই ব্যবসায়ী মোটরসাইকেল যোগে টঙ্গী যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। ঘটনার সত্যতা স্বীকার করে ঘাটাইল থানার ওসি (তদন্ত) সজল খান জানান, এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার বোরহানউদ্দিনে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মো. সিরাজ (৭০) নামের এক সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোরহানগঞ্জ বাজার-গ্যাসফিল্ড সড়কের সংযোগস্থলে ওই দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজ উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের মৃত রফিকুলস্নাহ মৌলভীর ছেলে। প্রত্যক্ষদশীরা জানান, একটি অ্যাম্বুলেন্স ভোলা-চরফ্যাশন সড়কে বোরহানউদ্দিন সদরের দিকে যাচ্ছিল। ওইসময় সাইকেল আরোহী সিরাজ গ্যাসফিল্ড সড়ক থেকে ভোলা-চরফ্যাশন সড়কে ওঠার সময় অ্যাম্বুলেন্সের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে সিরাজ মারা যান। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি জাব্বারুল ইসলাম জানান, ওই ঘটনার পর অ্যাম্বুলেন্সসহ ড্রাইভার মৃত ব্যক্তির পাশে ছিলেন। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি।