চাঁদাবাজমুক্ত আড়াইহাজারের রাস্তাঘাট, স্বস্তিতে শ্রমিক

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
উচ্চ আদালতের নিষেধাজ্ঞা না মেনে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে অবৈধভাবে গত আট বছর ধরে চাঁদা আদায় করছিল রাজনৈতিক ছত্রছায়ায় পরিচলিত একটি চক্র। টাকা দিতে না চাইলে চালকদের বিভিন্নভাবে হয়রানি করতো আদায়কারীরা। গত আট বছরে আড়াইহাজার উপজেলার বিভিন্ন এলাকার অর্ধশতাধিত স্পট থেকে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা চাঁদা আদায় হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে ৫ আগস্ট পট পরিবর্তনের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করে যাচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলে এখন আর সেই চাঁদাবাজরা মাঠে নেই। চাঁদাবাজি বন্ধ হওয়ায় পরিবহন চালকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরাও। আড়াইহাজারে প্রায় অর্ধশতাধিক স্পটে চাঁদা আদায় করতো চাঁদাবাজরা। চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিলেন খেটে খাওয়া যানবাহনের চালকরা। এ অবস্থায় ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার পর থেকে এসব চাঁদা আদায় বন্ধ রয়েছে। ফলে পরিবহন চালকরা স্বাধীনভাবে সড়কে চলাচল করছেন। নিরাপদ সড়ক চাই আন্দোলনের সমন্বয় খন্দকার শাহীন বলেন, রাজনৈতিক ছত্রছায়ায় পরিচালিত এ চাঁদাবাজি বন্ধ করে সড়কে শৃংখলা ফিরিয়ে আনার জন্য নিসচা সবসময়ই দাবি জানিয়ে আসছে। ছাত্রজনতার বিক্ষোভের মুখে সরকার পতনের সঙ্গে চিরচেনা চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। চালক ও যাত্রীরা স্বস্তির নিশ্বাস ফেলছেন।