পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে দীর্ঘ ২৭ দিন পর আবারও দূরপালস্নার যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে এই জংশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২৭ দিন বন্ধ থাকার পর আবারও বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করছে।
জানা গেছে, দেশের উত্তরাঞ্চলের বৃহৎ পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে দূর পালস্নার যাত্রীবাহী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস, সীমান্ত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনগুলো চলাচল শুরু করেছে। তবে এর আগে থেকেই মালবাহী ও যাত্রীবাহী লোকাল, মেইল ট্রেনগুলো চলাচল শুরু করেছে। ট্রেনগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে রেলওয়ে পুলিশ সুপার সৈয়দপুর দপ্তর সূত্রে জানা যায়।
আন্তঃনগর ট্রেনগুলোর মধ্যে পার্বতীপুর রেলওয়ে জংশন হয়ে পঞ্চগড়-ঢাকা, চিলাহাটি-ঢাকা, কুড়িগ্রাম-ঢাকা এর মধ্যে চলাচলকারী দূরপালস্নার যাত্রীবাহী আন্তঃনগর দ্রম্নতযান এক্সপ্রেস, চিলাহাটি এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনগুলোর আপাতত চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।