রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে খবর ভুয়া -আইন উপদেষ্টা

প্রকাশ | ১৬ আগস্ট ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের যে খবর ফেসবুকে ছড়ানো হয়েছে তা 'ভুয়া' বলে জানিয়েছেন অন্তর্র্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, 'আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার হচ্ছে তা ভুয়া।' ছাত্র-জনতার গণআন্দোলনে ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছাড়ার পর ৮ আগস্ট নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তীকালীন সরকার শপথগ্রহণ করে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার রাত সোয়া ৯টার পর অন্তর্র্বর্তীকালীন সরকারের সদস্যদের শপথবাক্য পাঠ করান। পরদিন শুক্রবার অন্তর্র্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি হয়। তাতে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। পরদিন ছাত্র-জনতার দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের খবর আইন উপদেষ্টাই দিয়েছিলেন।