বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

'সংবিধান ও বিচার বিভাগ সংস্কার এখন সময়ের দাবি'

ময়মনসিংহ বু্যরো
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
'সংবিধান ও বিচার বিভাগ সংস্কার এখন সময়ের দাবি'
ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ -যাযাদি

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, 'রাজনৈতিক দল, সংবিধান এবং বিচার বিভাগ সংস্কার এখন সময়ের দাবি। বর্তমান সরকারকে নির্বাচন ব্যবস্থা বাতিল করে নতুন পদ্ধতিতে দ্রম্নত জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এটি দেশের সাধারণ মানুষের প্রাণের দাবি।'

শুক্রবার ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

1

সন্ত্রাসী কার্যকলাপের জন্য জামায়াত দায়ী নয় বলে দাবি করে তিনি বলেন, যে অপরাধ জামায়াতে ইসলামী করেনি, সেই অপরাধে জামায়াতের নিবন্ধন বাতিল করা অবৈধ। জামায়াতের নিবন্ধন বাতিলে আদেশ অবশ্যই প্রত্যাহার করতে হবে।

তিনি বলেন, ছাত্রদের আন্দোলনের মাত্র ৩৭ দিনের মধ্যে ৬৬২ জন শিশু-কিশোর-তরুণ-নারী জীবন দিয়েছে। লিস্টের বাইরে এর সংখ্যা হাজারেরও ওপর। আহত হয়েছে ১০ হাজারের বেশি মানুষ। অনেকেই চিরদিনের মতো পঙ্গু হয়ে গেছে। এর পরও বল প্রয়োগ করে হাসিনা সরকার ক্ষমতায় থাকতে চেয়েছিলেন। শ্রীলঙ্কায় মাত্র ৮ জন লোক নিহতের পর সেখানে পরিবর্তন এসেছে। ইরানেও এত বড় বিপস্নব ঘটেছে সেখানে গণহত্যা হয় নাই। এই গণহত্যার হাত থেকে সেনাবাহিনীর ভূমিকার কারণে দেশটা বেঁচে গেছে। ভারতের আগ্রাসন থেকে মুক্তি পেয়েছি এবং স্বৈরাচারের পতন হয়েছে।

জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের আমির কামরুল আহসান ইমরুল, নায়েবে আমির কামরুল হাসান মিলন, সেক্রেটারি শহীদুলস্নাহ কায়সার, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, ময়মনসিংহ প্রেস ক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি এম আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সভায় ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন, সম্পাদক মীর গোলাম মোস্তফা, প্রেস ক্লাবের সাবেক সম্পাদক বাবুল হোসেন, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সম্পাদক শাহ আলম উজ্জ্বল, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, দৈনিক নিউ টাইমস সম্পাদক এমএ মতিন, টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুজ্জামান, সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে