টাঙ্গাইলের ধনবাড়ী প্রেস ক্লাবের তিন বছরমেয়াদি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সর্বসম্মতিক্রমে দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম স্বপনকে সভাপতি ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি হাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৪৮ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুলস্নাহ আবু এহসান, সহ-সভাপতি সৈয়দ সাজন আহমেদ রাজু, এস এম আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক মাহেদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আল আমিন, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন জগলু, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর নবী শেখ, ক্রীড়া সম্পাদক নূর নবী।
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- আবু বকর সিদ্দিক লেবু আনছার আলী, মো. শহিদুলস্নাহ, এস এম শহিদ, জীবন মাহমুদ শক্তি, রমজান আলী, হুমায়ুন কবির মানিক, শরীফুল ইসলাম, মাসুদ রানা, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান, জহিরুল হক মিলন, সবুজ নূর পাপন মিয়া, লিখন হোসেন, জাহানারা কুলসুম।
সাধারণ সদস্যরা হলেন- জাহিদুল ইসলাম, নূরুল ইসলাম, পলাশ ইসলাম, জাহিদ হাসান, সোহানা ইসলাম পাখি, দেলোয়ার হোসেন, শাহ পরানুল ইসলাম, সোহানুর রহমান, রাম চন্দ্র ঘোষ, শহিদুল ইসলাম, লিটন মিয়া, মো. মহিবুল হাসান, এরশাদ আলী, হেলাল উদ্দিন ও খলিলুর রহমান।
সহযোগী সদস্যরা হলেন- সোহেল রানা, আবুল কালাম আজাদ, মোকাদ্দেস আলী, ওমর আলী ফকির, মজিবর রহমান, শহিদুল ইসলাম ও শাকিল রানা মন্টু।
অনুষ্ঠানে এ সময় উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, উপজেলা বিএনপি'র সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম ও বীরতারা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বাদশাসহ অন্যরা উপস্থিত ছিলেন।