গাজীপুরে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা, স্বামী আটক

কাশিয়ানীতে চার বছরের শিশুকে জবাই করে হত্যা কিশোরগঞ্জের হাওড়ে বজ্রপাতে ২ জেলে নিহত

প্রকাশ | ১৭ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরের কালিয়াকৈরে গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া কিশোরগঞ্জ করিমগঞ্জের হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গাজীপুর ও কালিয়াকৈর প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোররাতে উপজেলার চাপাইর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আঁখি আক্তার (৩২) উপজেলার গোবিন্দপুর এলাকার বাবুলের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে শুক্রবার ভোরে বাবুল ও তার স্ত্রী আঁখির মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাবুল ঘরে থাকা কুড়াল দিয়ে মাথায় আঘাত করলে তার স্ত্রী আঁখি ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। এ সময় বাবুল তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে আশপাশের লোকজন ছুটে এলে স্ত্রী স্ট্রোক করেছে বলে কান্নাকাটি করতে থাকে। তার আচরণে সন্দেহ হলে এলাকাবাসী বাবুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় স্বামী বাবুলকে আটক করেছে পুলিশ। কালিয়াকৈর থানার ওসি এএফএম নাসিম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্বামী বাবুলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, নিজবাড়ির উঠান থেকে চার বছর বয়সের এক শিশু নিখোঁজের মাত্র ৩ ঘণ্টা পর বাড়ির পাশের বালুর চাতাল থেকে ওই শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করে পুলিশ ও স্থানীয়রা। বৃহস্পতিবার সন্ধ্যার পর গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল গ্রামে এ ঘটানা ঘটে। শিশুটি উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাংগা গ্রামের তাপস টিকাদারের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, সন্ধ্যার আগে নিজ বাড়ির আঙিনায় খেলছিল অপূর্ব। সন্ধ্যায় তার বাবা তাকে না পেয়ে প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নেয়। কোনো সন্ধান না পেয়ে বিষয়টি রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রে গিয়ে পুলিশের গোচরে আনে। সবাই মিলে শিশু 'অপূর্বকে' খুঁজতে থাকে। শিশু অপূর্বকে খুঁজে না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাশিয়ানী থানা পুলিশকে জানানো হয়। থানা পুলিশ ও এলাকাবাসী যৌথভাবে শিশুটিকে খুঁজতে থাকে। রাত সাড়ে নয়টায় বাড়ির অদূরেই একটি বালুর চাতালে জবাই করা অবস্থায় শিশুটির নিথর মরদেহ দেখতে পায় তার স্বজনরা। তদন্তকারী কর্মকর্তা পুলিশের ইন্সপেক্টর আব্দুলস্নাহ আল মামুন সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। শিশুটির বাবা তাপস ঠিকাদার বাদী হয়ে কাশিয়ানী থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করে। কাশিয়ানী থানার ওসি জিলস্নুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে শত্রম্নতার জের ধরে হত্যা করা হয়েছে শিশুটিকে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলেই বোঝা যাবে হত্যাকান্ডের মূল রহস্য কি। শিশুটি নিখোঁজ ও হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনের জন্য এবং জড়িতদের গ্রেপ্তার করতে তদন্ত অব্যাহত আছে। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, কিশোরগঞ্জ করিমগঞ্জের হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন আবুল কাশেমের ছেলে আলী আকবর (৩০) ও একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে কাঞ্চন মিয়া (৩২)। জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের উত্তর কলাবাগান এলাকার হাওড়ে নৌকা দিয়ে মাছ ধরতে যায় ১১ সদস্যের একটি জেলে দল। রাত ৩টায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় নৌকায় এসে একটি বজ্রপাত পড়ে দুই জেলের মৃতু্য হয়। বাকিরা আহত হন। করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, জয়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে বিষয়টি জানিয়েছেন।