বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবিতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে মানববন্ধন করেছে বিএনপি। এদিকে রংপুরের কাউনিয়ায় মাদ্রাসার সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এছাড়াও আড়াইহাজারে পুলিশি কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
হাওড়াঞ্চল প্রতিনিধি জানান, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবিতে কিশোরগঞ্জের অষ্টগ্রামে মানববন্ধন করেছে বিএনপি। শুক্রবার উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করছে।
এই মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন মুকুল। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজামুল হক নজরুল, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হালিম, উপজেলা কৃষক দলের সভাপতি ইউনুস আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনা, সদস্য সচিব আলী রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, উপজেলা ছাত্রদলের সম্পাদক আল মাহমুদ মোস্তাক ও যুগ্ম সম্পাদক তফসির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের কাউনিয়ায় রাসুলপুর মোজাহারীয়া দাখিল মাদ্রাসায় অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসার সুপার শামছুল ইসলাম সরকারের পদত্যাগসহ কমিটির সাবেক সভাপতির গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার বাদ জুমা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা কমিটির সাবেক অভিভাবক সদস্য রুহুল আমীন বুলবুল, স্থানীয় মাইদুল ইসলাম, আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কাশেম মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার পর থেকে সুপার ও সভাপতি অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগ বাণিজ্য করে আসছে। মাদ্রাসার সুপারের সহযোগিতায় দলীয় প্রভাব খাটিয়ে সহকারী শিক্ষক আলমগীর, তার মেয়ে ল্যাব অপারেটর মেহেরা এবং সাবেক সভাপতির ছেলে ল্যাব সহকারী মিঠু ঠিকভাবে মাদ্রাসায় না এসেও বেতন-ভাতা উত্তোলন করছে। এছাড়াও সাবেক সভাপতি ও সুপার যোগসাজশে মাদ্রাসার বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ করেছে। বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মাদ্রাসার সুপারসহ বাণিজ্যের মাধ্যমে অবৈধ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পদত্যাগ এবং দলীয় প্রভাব খাটিয়ে দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য করায় সাবেক সভাপতিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে এলাকাবাসী রোববার থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করবে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানায় অগ্নিসংযোগ ও পুলিশের অস্ত্রসহ মালামাল লুটপাটের পর থেকে বন্ধ রয়েছে পুলিশি কার্যক্রম। ফলে এলাকায় চুরি, ডাকাতি হওয়াসহ নানাভাবে নিরাপত্তাহীনতায় ভোগে ভুক্তভোগী মানুষ অবিলম্বে পুলিশি কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সাবেক উপজেলা যুবদল সভাপতি আলী আজগরের নেতৃত্বে এ মানববন্ধনে ব্যবসায়িসহ সব শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।