বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

সোনারগাঁওয়ে ময়লার স্তূপ পরিষ্কার করল বিডি ক্লিন

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ১৭ আগস্ট ২০২৪, ০০:০০
সোনারগাঁওয়ে ময়লার স্তূপ পরিষ্কার করল বিডি ক্লিন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জনবহুল এলাকা মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘদিনের জমে থাকা ২ টনের সমপরিমাণের ময়লার স্তূপ পরিষ্কার করল বিডি ক্লিন সোনারগাঁও নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

শুক্রবার উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের চৌরাস্তায় স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া তরুণদের সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ সম্মিলিতভাবে স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে হ্যান্ড গস্নাভস, ঝাড়ু, বেলচা ও ভ্যানগাড়ি নিয়ে পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করে।

1

বিডি ক্লিনের সোনারগাঁও জোনের সমন্বয়ক কামরুজ্জামান রানা বলেন, ডাস্টবিনটাও হার মেনে যাবে কিছু মানুষের নোংরা মানসিকতার কাছে কিন্তু হার মানবে না বিডি ক্লিন তারুণ্য। ১৭১তম পরিচ্ছন্ন ইভেন্টে মোগরাপাড়া চৌরাস্তার ২ টন ময়লার স্তূপ পরিষ্কার করে আশপাশের পথচারী ও দোকানদারদের মধ্যে পরিচ্ছন্নতার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এ সময় তিনি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলার অভ্যাস গড়ার তাগিদ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে