চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির একাংশ। বুধবার উপজেলা সদর বিবিরহাটের একটি ক্লাবে এ সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি যুগ্ম আহবায়ক শিল্পপতি সরওয়ার আলমগীর।
এ সময় তিনি বলেন, 'বাংলাদেশের মানুষ আজ স্বাধীন। শিক্ষার্থীদের এ আন্দোলনের কৃতিত্বের কথা সবাইকে অকপটে স্বীকার করতে হবে। বিএনপি জামায়াতসহ সব দলের ভূমিকাও ছিল এতে। শেখ হাসিনা দেশত্যাগের পর বিভিন্ন জায়গায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ধরনের কোনো কাজে যেন কেউ লিপ্ত না হন। আর যারা লুটপাটের সঙ্গে জড়িত তারা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বদিউল আলম তালুকদার, মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দিন শাহীন, আবু তাহের সিদ্দিকী, আবুল কালাম আজাদ, মনসুর আলম চৌধুরী, এসএম আনু মনছুর, জালাল উদ্দিন চৌধুরী, মিয়া মো. ফরিদ, মো. আজম খান, মহিব উলস্নাহ বাবর, মশু, দৌলত মিয়া, আবু ছালেহ, শাহাবুদ্দিন মিন্টু, মহিউদ্দিন মেসি, জসিম উদ্দিন, খালেদ বাবুল, আবুল হাশেম, এসএম মাহফুজ, শাহাবুদ্দিন, মোস্তফা, জসিম উদ্দিনসহ নেতাকর্মীরা।