গাজীপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
প্রকাশ | ২৪ আগস্ট ২০২৪, ০০:০০
গাজীপুর প্রেস ক্লাবের ২০২৪-২৫ এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ শামসুল হক রিপনের সঞ্চালনায় ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার রায়হানুল ইসলাম শপথ বাক্য পাঠ করান। সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম। এ সময় ছিলেন গাজীপুর সমাজ সেবা উপ-পরিচালক আনোয়ারুল করিম, গাজীপুর এডিসি জেনারেল সৈয়দ জাকির হাসান ও গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদ মিয়া। শপথ বাক্য অনুষ্ঠানে ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।