শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১

বাঁশখালীতে সাংবাদিকের বিরুদ্ধে গায়েবি মামলার অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
বাঁশখালীতে সাংবাদিকের বিরুদ্ধে গায়েবি মামলার অভিযোগ

কালেরকণ্ঠের বাঁশখালী প্রতিনিধি সাংবাদিক উজ্জ্বল বিশ্বাসের বিরুদ্ধে গত বুধবার বিকালে চট্টগ্রাম মহানগরীর গুলজার টাওয়ার হামলার অভিযোগে চকবাজার থানায় মামলা করা হয়েছে। চকবাজারের কাউন্সিলর নুর মোস্তফা টিনুকে ১ নম্বর আসামি দেখিয়ে ৯০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে করা মামলায় তাকে ৮২ নম্বর আসামি করা হয়েছে। তিনি কখনো কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না থাকলেও বাঁশখালী উপজেলার স্থায়ী বাসিন্দা উজ্জ্বল বিশ্বাসকে তার বাড়ি থেকে ৪৭ কিলোমিটার দূরে চট্টগ্রামের সিএমপির আওতাভুক্ত চকবাজারের গুলজার টাওয়ার হামলায় আসামি করেছেন চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার আব্দুল কায়েমের ছেলে মোহাম্মদ হাবিব উলস্নাহ বাদী হয়ে। সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস দৈনিক কালেরকণ্ঠ বাঁশখালী উপজেলা প্রতিনিধি। তিনি বলেন, ১৯৯৪ সাল থেকে সাংবাদিকতাকালীন কোনো অপ্রীতিকর ঘটনায় জড়িত না হলেও এ ধরনের মিথ্যা মামলায় তিনি অসহায়ত্ব বোধ করছেন।

এ ব্যাপারে সাংবাদিক উজ্জ্বল বিশ্বাস বলেন, মামলায় গত ৭ সেপ্টেম্বর ঘটনাস্থল চকবাজারস্থ গুলজার টাওয়ার দেখানো হয়েছে, ওই সময় তিনি ওই স্থান থেকে ৪৭ কিলোমিটার দূরে বাঁশখালী থানার পাশে আশকরিয়া সড়কে এবং বাঁশখালী থানার সম্মুখে তার বাড়ির পথে বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। ওইদিনের ওই সময়ে বাঁশখালী থানার ৩টি সিসিটিভি ক্যামেরার ফুটেজে তদারকি করলে স্পষ্ট চিত্র ধরা পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে