স্বেচ্ছাসেবক দল নেতা দিদার নিহতের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রকাশ | ১৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
স্বেচ্ছাসেবক দল নেতার নিহতের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা -যাযাদি
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদার নিহতের প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। স্থানীয় পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বঙ্গবন্ধু সড়ক হয়ে আদালত চত্বরে গিয়ে শেষ করে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান, বিএনপি নেতা ডা. কে.এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবির বিপস্নব, যুবদল সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হীরা প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারের হত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের দ্রম্নত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।