তিতাসে দুর্গাপূজায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একাধিক নিরাপত্তা স্তর

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে শারদীয় দুর্গাপূজায় মন্ডপগুলোতে সিসি ক্যামেরা সক্রিয় রাখা এবং আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে একাধিক নিরাপত্তা স্তর থাকবে। বৃহস্পতিবার পরিষদের মিলনায়তনে দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত হয়। এছাড়াও সেনাবাহিনীর টহল, সরকারি অনুদান প্রদান, স্থানীয়দের মাধ্যমে স্বেচ্ছাসেবক কমিটি গঠন, মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার উপজেলার ১৪টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর রহমান, বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের লেফটেন্যান্ট মো. সোহানুর রহমান, তিতাস থানার ওসি মো. আজিজুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি শামীম সরকার বিজ্ঞ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন কুমার সূত্রধর, সাধারণ সম্পাদক ডা. লনী চন্দ্র দেবনাথ প্রমুখ।