কিশোরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের হিড়িক

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ আশপাশের উপজেলাগুলোতে নৌকা দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এসব অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে স্টিলবডি নৌকা দিয়ে বালু এনে পরিবেশকে দূষণ করছে। স্ব স্ব উপজেলার স্থানীয় প্রশাসন এ বিষয়ে কোনো নজরধারী করছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। বিশেষ করে কুলিয়ারচর পৌর শহরের পাশে মানিকদী ব্রিজের এপাড় ও ওপাড় বালু আনলোড করার ফলে সরকারের কোটি টাকার ব্রিজটি এখন হুমকির মুখে। অন্যদিকে নিকলী উপজেলার গুরই, ছাতিরচর, সিংপুরসহ আশপাশের নদীবেষ্টিত গ্রামগুলো এখন ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে।